
লেখালিখি করা আমার শখ। আমার কাছে মনের ক্ষুধা মেটানোর অন্যতম মাধ্যম হচ্ছে লেখার মাধ্যমে পাঠকদের সাথে আনন্দ-বেদনাগুলি ভাগাভাগি করা। কিন্তু হুটহাটতো আর যেখানেসেখানে লেখা যায় না। লেখার পরিবেশ, পাঠক সংখ্যা, নিজের আত্মসম্মান এসবই যেখানে রক্ষা পাবে সেখানেই একজন লেখক বিচরণ করবে এটাই স্বাভাবিক।
এ কথা অনস্বীকার্য, লেখার জন্য উপযুক্ত প্লাটফরমটি সোনেলাই আমাকে দিয়েছে। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই সোনেলার জন্মমাসে পাঠকদের সাথে নিজের অনুভূতি শেয়ার করা উচিত বলে আমি মনে করি।
সহব্লগারদের সাথে নিজের আন্তরিকতা বৃদ্ধি করার বিকল্প নেই। এরজন্য করণীয় হচ্ছে- ব্লগারের লেখায় সুন্দর গঠনমূলক মন্তব্য করুন। ব্লগারের জন্মদিন, পঞ্চাশ কিংবা শততম প্রভৃতি বিশেষ দিনগুলিতে তাঁকে নিয়ে শুভেচ্ছা পোষ্ট দিন। যে লেখাগুলো ভালো লাগবে সেটি নিজেই সোনেলার ফেসবুক গ্রুপে, আপনার ওয়ালে শেয়ার দিন। সোনেলা সার্বক্ষণিক এদিকে বিশেষ সুদৃষ্টি রাখে যা অত্যন্ত ভালোলাগার জন্ম দেয়।
অনেকেই হয়তো ভেবে থাকেন এসবই গ্রুপ এডমিন এবং ব্লগ কর্তৃপক্ষের দায়িত্ব। আসলে কিন্তু মোটেই তা নয়। আমরা যারা শুভেচ্ছা পোষ্ট এবং লেখা শেয়ার দেই তারা সহব্লগারদের প্রতি নিজস্ব ভালোবাসা থেকেই দেই। এই সম্মান এবং ভালোবাসা ব্লগে বিচরনের মাধ্যমেই তৈরী হয়েছে। এগুলোই আমাদের সম্মিলিত প্রচেষ্টা। এই প্রচেষ্টায় সোনেলার সাথে আপনিও নিজের হাত বাড়িয়ে দিন।
মাঝেমধ্যে ফেসবুক, ব্লগ কিংবা অনলাইন মিডিয়ায় আমার বা আমাদের কিছু পোস্টে এমন সব মন্তব্য আসে যা অপ্রাসঙ্গিক এবং লেখা সম্পর্কিত নয়। বাজে মন্তব্য কিংবা হেয়ালীস্বরূপ এমন মন্তব্য যেগুলো দেখলে মনে আমরা কষ্ট পাই। “লেখা লিখবোনা আর” এরকম অনুভূতি মনে পুষে রাখি অনেকক্ষণ।
সবাইকে অনুরোধ দয়া করে এমনটা করবেননা। আপনি পিছিয়ে গেলেন মানেই হেরে গেলেন। লেখায় পাঠক মন্তব্য করবেই। আপনার নিজস্ব মতামত সঠিক হলে সেটাতেই অটল থাকুন। অযাচিত বাকবিতণ্ডায় জড়াবেননা। মনে রাখবেন সোনেলা ব্লগ কর্তৃপক্ষ আপনার পক্ষে সর্বদা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এই বিশ্বাস আমার মনে সবসময় সাহস যোগায়। এর কৃতিত্ব অবশ্যই ব্লগ কর্তৃপক্ষের।
২০১৯ সালের মে মাসে আমাকে সোনেলার ফেসবুক গ্রুপের এডমিন হিসেবে আমন্ত্রণ জানানো হলো। জানিনা ব্লগ কর্তৃপক্ষ আমার মধ্যে কি এমন দেখেছিলেন! সেই আমন্ত্রণ পেয়ে আমি, মনির ভাই, ইঞ্জা ভাই, সাবিনা আপু, হেলাল ভাই, জিসান ভাই আলোচনা করেই আমরা এডমিনের দায়িত্ব নিয়েছিলাম যা অদ্যাবধি চলমান।
ফেসবুকে অন্যান্য গ্রুপের এডমিন হওয়া আর সোনেলার মত একটি স্বনামধন্য বাংলা ব্লগ গ্রুপের এডমিন হওয়ার মাঝে বিস্তর ফারাক। সম্মান এবং মর্যাদায় সোনেলার একজন এডমিন অনন্য মর্যাদার অধিকারী এবং এই সম্মান প্রদানের জন্য আমি ব্লগ কর্তৃপক্ষের কাছে সবসময়ই কৃতজ্ঞ।
অন্যান্য বাংলা ব্লগের তুলনায় সোনেলা ব্লগের প্রতিটি লেখায় পাঠক সংখ্যা, মন্তব্য সংখ্যা এবং অনলাইন শেয়ারের অংকটা দেখলে গর্বে বুক ফুলে যায়। আমিও যে এই পরিবারেরই একজন সদস্য। আমাদের নিজেদের সাথে কিংবা অন্যদের সাথে কারও কোনো দ্বন্দ্ব নেই, দম্ভ নেই, ন্যূনতম অহমিকা নেই। আমাদের সকলের বিশ্বাস এবং আস্থার শেষ বিন্দুটুকুও সোনালী ভালোবাসা আর মমতার মোড়ানো। সত্যিই অন্যান্য ব্লগের সবার থেকে আমরা সোনেলা পরিবার ভালো আছি, অনেক অনেক ভালো।
সোনেলা ব্লগ এগিয়ে চলুক তার আপন গতিতে। সোনেলার জন্মমাসে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের সর্বদা পাশে থেকে আমাদের উৎসাহ দেবার জন্য মন থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
(চলবে…)
সোনেলার জন্মোৎসব ২০২০ (আমার অনুভূতি – ২য় পর্ব)
২৯টি মন্তব্য
ইঞ্জা
চমৎকার অনুভূতির প্রকাশ, ব্লগের দুঃসময়ের কান্ডারী আপনি, আপনার অবদান এই ব্লগ কখনো ভুলবেনা।
আজকের লেখাতে আপনি পথ প্রদর্শন করেছেন ব্লগারদের যা তাদের আগামীকে উজ্জ্বল করবে।
এক কথায় অসাধারণ লিখলেন ভাই, সাধুবাধ জানাই।
তৌহিদ
দাদা, এভাবে বলবেননা। সত্যি লজ্জা পাই। জিসান ভাই, আপনি, সাবিনা আপু, মমিভাই, হেলাল ভাইসহ আমাদের সকল সহব্লগারগনের সম্মিলিত প্রচেষ্টায় সোনেলা নিজ গতিতে চলমান। আমরা সহযোগী মাত্র।
ধন্যবাদ জানাই আমাদের সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীদের যারা সোনেলার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন। সকলের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে।
শুভকামনা রইলো দাদা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ইঞ্জা
ভালোবাসা রইলো ভাই
শামীম চৌধুরী
তোমার মতন একজন মেধা সম্পন্ন মানুষকে তারঁ উপযুক্ত আসনে বসিয়েছেনে সোনেলার অন্যান্য সঞ্চালক গন। আমি বিশ্বাস করি তুমি গত এক বছরে সঞ্চালক হবার পর যানপরনাই হাড় ভাঙ্গা পরিশ্রম করে সোনেলার প্রতিটি সদস্যদেরকে প্রানচঞ্চলতায় রেখেছো।
আমিও যখন দেখি আমার লেখার সঙ্গে কোন মিল না রেখেই কেউ কেউ অপ্রাসঙ্গিক মন্তব্য করে তখন খুব কষ্ট হয়। ভাবি মন্তব্য না দিয়ে বিরত থাকলেই শ্রেয়ঃ হতো।
দারুন লিখেছো ভাই।
শুভ কামনা রইলো।
তৌহিদ
ওরে বাপরে! ব্লগ সঞ্চালক! না ভাই। আমি সোনেলার ফেসবুক গ্রুপের একজন এডমিন এবং উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন সদস্য। ব্লগ সঞ্চালক অনেক বিশাল একটি দায়িত্ব যা অন্য কেউ সঠিকভাবে পালন করছেন। এই গুরুদায়িত্ব সামলানোর মত অভিজ্ঞতা আমার নেই। তবে সকলের সহযোগীতায় নিশ্চই একদিন হবে।
আমি লিখতে ভালোবাসি এবং সোনেলাকে নিজের লেখা প্রকাশের একমাত্র মাধ্যম করে নিয়েছি এটাই আমার একমাত্র পাথেয় ভাই। আসলে ভালোবাসার প্রতিদান হয়না। আমি সোনেলায় আপনাদের যে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি এর ঋণ শোধরাবার নয়।
অনেক ব্লগ দেখেছি, সোনেলার মত বিচরণক্ষেত্র পাইনি। সেইসাথে আপনারা সহব্লগার হিসেবে সকলেই পাশে আছেন বলেই আমি/ আমরা সকলেই নিজ লক্ষ্যে এগিয়ে যেতে পারছি। এভাবেই পাশে থাকুন ভাই।
মন্তব্যে অনেক ভালোলাগা ভাইজান।
আরজু মুক্তা
আপনার অগ্রযাত্রা নির্মল হোক। সেনেলা তার নিজস্ব গতিতে প্রাণবন্ত করুক তার উঠোন।
শুভকামনা।
তৌহিদ
আপনারা সকলে পাশে থাকলে সোনেলার অগ্রযাত্রা কেউ রুখতে পারবেনা আপু। ব্লগের ব্লগারগনই হচ্ছেন প্রাণ। আপনিও এর গুরুত্বপূর্ণ অংশ আপু।
শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
আমিও গর্বিত আমি সোনেলার সদস্য হয়ে সোনেলার বুকে বিচরণ করার সুযোগ পেয়েছি। সোনেলা আমাকে অনেক দিয়েছে এবার আমার সোনেলাকে দেবার পালা। এখন থেকে আর ফাকীবাজ অনিয়মিত নয় মনোযোগী নিয়মিত পাঠক ও লেখক হবো ইনশাআল্লাহ
তৌহিদ
অবশ্যই আপু আপনি আপনার নিজ গুনে সোনেলায় নিজের অবস্থান করে নিয়েছেন। সহব্লগারদের প্রতি আপনার উৎসাহ অনুপ্রেরণা সকলকে উজ্জ্বীবিত করে। এভাবেই পাশে থাকুন সবসময়।
সোনেলায় আপনার বিচরণ দীর্ঘতর হোক এটাই চাওয়া। শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
আপনি যোগ্য বলেই আপনাকে এমন একটি দায়িত্ব দেয়া হয়েছে। আপনি সেটা ভালোভাবেই পূরণ করছেন। এগিয়ে যান , সোনেলা ও আরো এগিয়ে যাবে আমাদের সবার হাত ধরে। ঈশ্বর সবার মঙ্গল করুন। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরত
তৌহিদ
আপনারা সকলে পাশে থাকলে লক্ষ্যে পৌঁছাতে আমাদের কেউ আটকাতে পারবেনা আপু। আপনারাই হচ্ছেন আমাদের প্রেরণা।
ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
লেখালিখি করা আমার শখ। আমার কাছে মনের ক্ষুধা মেটানোর অন্যতম মাধ্যম হচ্ছে লেখার মাধ্যমে “পাঠকদের সাথে আনন্দ-বেদনাগুলি ভাগাভাগি করা। কিন্তু হুটহাটতো আর যেখানেসেখানে লেখা যায় না। লেখার পরিবেশ, পাঠক সংখ্যা, নিজের আত্মসম্মান এসবই যেখানে রক্ষা পাবে সেখানেই একজন লেখক বিচরণ করবে এটাই স্বাভাবিক।”
বলেছেন যতার্থ। আপনার পদচারনায় ধন্য হোক
সোনেলার উঠান।
ভাল থাকবেন। শুভ কামনা।
তৌহিদ
সহব্লগার হিসেবে আপনাকে পেয়ে আমি গর্বিত দাদা। আপনার গঠনমূলক মন্তব্য এবং যুক্তিগত লেখায় মুগ্ধ হই সবসময়।
পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ দাদা।
তৌহিদ
লেখাটি স্টিকি করার জন্য ব্লগ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Jasim uddin
আপনার মতো আমার ও এই রকম ইচ্চা।আগে বিভিন্ন ব্লগে লিখতাম এখন আর সেই সময় ও মানসিকতা হয় উঠে না।তবে অনেকের লেখাই পড়ে থাকি।
ছাইরাছ হেলাল
আমি সোনেলার হলেই সোনেলা আমার, আমরা সোনেলার, সোনেলা আমাদের।
সবাইকে নিয়ে পথ চলা, সবার সাথে পথ চলা।
সোনেলায় আপনার আমাদের বিচরণ হাসিমুখে হোক এ কামনা সকলের মত আমার ও।
তৌহিদ
আপনাদের পথনির্দেশিত পন্থায় এগিয়ে যেতে চাই সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে। সোনেলা আমাদের, আমরাই সোনেলার এটাই হোক প্রত্যেকের অন্তরস্থ প্রেরণা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইজান।
শুভকামনা সবসময়।
রোকসানা খন্দকার রুকু
যোগ্য মানুষকে তাঁর সঠিক মর্যাদা দিয়েছে। আমি নতুন হিসেবে যতটুকু জেনেছি সোনেলার দুঃসময়ে পাশে ছিলেন আপনারা কজন বলেই আজ এতদুর এগিয়ে গেছে।
লেখার আর নিজেকে প্রকাশ করার আসলেই দারুন একটা মাধ্যম যা হয়ত সামনে আরও মসৃণ হবে এমনই আশা।
চলতে থাকুক॥ শুভ কামনা ভাই। শুভ সকাল।
তৌহিদ
আপনাদের পাশে পেয়ে আমি নিজেও সোনেলায় বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি আপু। আমার সহব্লগারগনই আমার প্রেরণার উৎস। এভাবেই পাশে থাকুন সবসময়।
শুভকামনা জানবেন আপু।
শবনম মোস্তারী
সোনেলায় আমাদের সকল পাঠক এবং লেখক একই মেলবন্ধনে একসাথে পথ চলুক এটাই প্রার্থণা। জয় হোক সোনেলার। সোনেলার জন্মমাসে সকলকে শুভেচ্ছা।
তৌহিদ
ধন্যবাদ আপনাকে। চমৎকার বলেছেন। এভাবেই পাশে থাকুন সবসময়।
শুভকামনা জানবেন।
হালিম নজরুল
চমৎকার কিছু অনুভূতি ও সুন্দর কিছু দিকনির্দেশনামূলক লেখা পড়লাম। ভাল লাগল। শুভকামনা রইল।
তৌহিদ
ধন্যবাদ ভাই, আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
বিরূপ মন্তব্য সহ্য যিনি করতে পারেন, তিনিই আসল ব্লগার হতে পারেন।
মন্তব্য সহ্য করার ক্ষমতা থাকে একজন পরিপূর্ণ ব্লগারের। পাঠক বিরুদ্ধ মত দিতেই পারেন। পোষ্ট দাতা ব্লগার নিজস্ব যুক্তি প্রদানের মাধ্যমে পাঠকের বিরূপ মন্তব্য খণ্ডন করবেন, এটিই একজন ব্লগারের বৈশিষ্ট।
আপনার মত আমিও গর্বিত সোনেলার ব্লগার হয়ে। নিজে পরিচয় দিতে পারছি যে আমি একজন সোনেলার ব্লগার। যতদিন অনলাইনে আছি, ততদিন সোনেলার একজন ব্লগার হিসেবেই থাকতে চাই।
শুভ কামনা, শুভ ব্লগিং।
তৌহিদ
সহমত জানাচ্ছি ভাই। আপনার মন্তব্য সবসময় অনুপ্রাণিত করে আমাকে। মন্তব্যে লেখা সকল কথা উপদেশ হিসেবে নিলাম।
ভালো থাকুন ভাই।
মোঃ মজিবর রহমান
তৌহিদ ভাই আপনি মনের কথা অনুভুতিতে প্রকাশ করতে পারেন যা আমি পারিনা। সোনেলা আমার অন্তরেই ঠাই নিয়ে আছে। কিন্তু আমি গল্প লিখতে অপারগ।
আজ ও আগামি পাঠক হয়ে আছি। পাঠক পড়তে হয় পড়িবেই। তাই মাঝে মাঝে একটু লিখি কারো ভাল লাগলেও লিখব না লাগলেও লিখব।
তবে লিখার সমালোচনা সহ্য যারা করবেনা তারা প্রকৃত লেখক হতে পারেনা। সেটা বানান হোক আর মাধুর্য হোক।
ধন্যিবাদতৌহিদ ভাই।
তৌহিদ
আপনি পারেননা! কি বলেন ভাইজান? আপনার প্রতিটি লেখার ভাবগাম্ভীর্য বুঝতে যথেষ্ট বেগ পেতে হয় কিন্তু।
সবাই সব ধরনের লেখা লিখতে পারেননা। তবে আমি কিন্তু চেষ্টা করি। চেষ্টা না করলে নিজের লেখা সম্পর্কে পাঠকের অনুভূতি বুঝতে পারবোনা।
সমালোচনা আসবেই। তবে সেটাকে পজিটিভভাবে নিতে হবে।
ভালো থাকুন ভাই। মন্তব্যে অনেক ভালোলাগা রইলো।
রেজওয়ানা কবির
আপনার মাঝে অনেককিছুই আছে যা সোনেলা খুঁজে পেয়েছে। আমি কিন্তু ভাইয়া আপনাকে দেখি নি,কিন্তু কিছু মানুষ সম্পর্কে আন্দাজ করতে পারি,অনেকেই আছেন এই তালিকায়,তাদের মধ্যে আপনিও আছেন।আমার ধারণা, একজন ভালো লেখক এবং একজন ভালো মনের মানুষ আপনি।শুভকামনা ভাইয়া।
তৌহিদ
আপনার মন্তব্যে যারপরনাই অনুপ্রাণিত হলাম আপু। আসলে আপনারা উৎসাহ দেন বলেই সোনেলায় বিচরণ ভালো লাগে। সহব্লগার হিসেবে আপনি অনন্য। এভাবেই পাশে থাকুন সবসময়।
শুভকামনা জানবেন।