
সেই তো এলে!
এলে বড্ড অবেলায়।
তুমি এলে,এযে আমার মহানন্দের ক্ষন।
অকৃপন হাসিতে মগ্ন হতে চাইলুম,
চাইলুম আনন্দে আত্নহারা হতে।
কিন্তুু দেখো আমি ঠোট বাকিয়ে কেঁদে ফেললুম!
কি ভাবছো প্রিয়তম?
আমারও আকাশ বদল হয়েগেছে?
আর তাই, তোমার দর্শনেও আমি অতৃপ্ত?
তোমায় সরিয়ে অন্যকে স্থান দিয়েছি হৃদয়ে? তোমার কোনো অস্তিত্ব নেই আমার মাঝে?
তবে ভূল ভাবছো,
যদি এসব কথা তোমার হৃদয়ের আনাচে কভূ আসে,
তবে আমিও ভেবে নিব,
তুমি আকাশ বদলের ক্ষনে তোমার মনটাও বদলে গেছে ক্ষানিক,
আর তুমি পরিণত হয়েছো এক মনভূলো মানবিতে।
প্রিয়া, আমার এমন ভাবনার কারণ জানতে চাইবেনা?
তুমি না চাইলেও আমি বলতে চাই।
মনে পরে সেবারের কথা?
ঐযে আমি দাড়ায়ে রইলুম কলেজ ক্যাম্পসে কেবলার মতো!
অপলক তাকিয়ে ছিলুম তোমার পানে।
আর তুমি!
তুমি চললে রঙ্গিন ডানা জাপটে নতুন আকাশে?
জানো! আমার একটুও কষ্ট হয়নি,
এমন মিথ্যে বলতে পারলুমনা।
ঐযে ক্ষানিক পূর্বে ব্যবহৃত নলকূপ হতে চুইয়ে পরার মতোই রক্তক্ষরণ হয়েছে আমার হৃদয়ে, হয়তো খুব নিরবে নিভৃতে,
তাতে কি?
আমিযে ভালোবাসি বললুম তোমায়,
তবে এটুকু মেনে নিতে পারবোনা কেনো?
আর তাইতো মলিন মুখখানা তুলে,
অপলক চেয়ে রইলাম পিছু হতে দেখা যায় যতোদূর,
নতুন আকাশে তোমার উরাউরি,
হাসি আনন্দ ।
বাহ্ কতো সুখিইনা হয়েছিলে সেদিন,
আমি আনন্দে আত্নহারা হয়েছিলুম প্রিয়ার হাসিমাখা বদনখানি দেখে।
সেক্ষনেই কথা দিয়েছিলুম প্রকৃতিকে সাক্ষী মানিয়া,
ভুলবোনা তোমায় কভূ।
যতোদিন এদেহে প্রাণ,
রাখিবেন প্রভূ।
সেকথা ভূলার দায়েই দিলাম তোমায় মনভূলো উপাধি,
মনে রেখো যতনে
হয়তো,শিক্ত হবে
কোনো ভালোবাসার ক্ষনে।
ভালো থেকো তুমি।
মেহাম্মদ দিদার
ল্যাম্প পোস্ট
১১/৬/২০১৯
১০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম দিদার ভাই। খুব সুন্দর গোছানো একটি কবিতা দিয়ে ব্লগে এলেন। আরও লিখুন। এখানে সবার মাঝে আপনার ভালো লাগবে। অন্যদের লেখা পড়ে মতামত দিবেন, এতে ব্লগারদের সাথে আপনার আন্তরিকতা বৃদ্ধি পাবে।
আপনার নামটি বাংলা অক্ষরে লিখুন প্লিজ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোহাম্মদ দিদার
হ্যা ভালো লাগছে।
আপনাদের মতো মানুষদের পেয়ে।
আন্তরিক ভালোবাসারইলো প্রিয়জী
সাবিনা ইয়াসমিন
ব্লগে প্রথমদিন এসেই নিজের লেখা পোস্ট করার পাশাপাশি অন্যদের লেখায় মন্তব্য দিয়ে আপনি সু-আন্তরিকতার পরিচয় দিয়েছেন। এটা দেখে খুব খুশি হয়েছি দিদার ভাই। এভাবেই সম্পর্কের পরিধি বাড়িয়ে যান। 🙂
মনির হোসেন মমি
চমৎকার রোমান্টিক কবিতা।লাইনগুলো একটু ছোট পরিসরে সাজিঁয়ে নিলে পড়তে সুবিদা হত। অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।লিখুন আপনার মনের যত কথা।
মোহাম্মদ দিদার
ভালোবাসা নিবেন প্রিয়কবি।
আমি খুবই নগন্য
তবে চেষ্টা অব্যাহতো, নিশ্চই ভবিষ্যতে ভালো করবো
মনির হোসেন মমি
এখন দেখতে এবং পড়তেও ভাল লাগছে।ধন্যবাদ প্রিয় ভাইটি।লিখুন আরো মন খুলে নীতিমালা মেনে।
আরজু মুক্তা
শুভকামনা আর ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
মোহাম্মদ দিদার
কৃতজ্ঞতা জানবেন প্রিয়জন।
তৌহিদ
প্রেমময় লেখা ভালো লেগেছে ভাই। সোনেলায় স্বাগতম। সবার লেখায় মন্তব্য করে উৎসাহিত করবেন ভাই। প্রথম লেখাতেই মন জয় করে নিলেন।
সোনেলায় স্বাগতম ভাইজান। লিখুন নিজের মতন করে। আর হ্যা সোনেলা ব্লগের নীতিমালা পড়ে নেবেন কিন্তু। একদম নীচের দিকে নীতিমালা লিংক দেয়া আছে।
শুভকামনা রইলো।
মোহাম্মদ দিদার
জি প্রিয়জী এর চেয়ে বড়ো পাওয়া আর কিইবা হয়।
অবশ্যই দেখবো।