সুরমা স্বপ্ন

রিতু জাহান ১ মার্চ ২০১৬, মঙ্গলবার, ০১:৩২:২৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

যখন আমি তোমার কোলে ফিরে যাবার স্বপ্ন দেখি
আমি তোমার গানের বীণা হয়ে যাই।
সে বীণার তার তোমার সুর ছড়াতেই ছিঁড়ে যায়
যখন তোমার বুকেতে,আমি লুটিয়ে পড়তে চাই।

তোমার লোমশ বুকে আমি হাজার স্বপ্ন বুনতে উৎফুল্ল হই
তখন আমি চোখে সুরমা লাগাতে গিয়ে বিমোহিত হই
সুরমা লাগাতেই, সুরমা দানি হাত থেকে পড়ে ছড়িয়ে
সুরমা ও স্বপ্ন মিশে যায় মাটির ধুলার সাথে।

আমি জেগে উঠি আবারও।

৯০৬জন ৯০৬জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ