মুসলমানেরা (বিশেষ করে বাংলাদেশি মুসলমান) যে কয়টা মহাপাপকে জায়েজ বানিয়ে নিয়েছে, তার মধ্যে ১ নম্বর হল সুদ। বেশিরভাগ মানুষের সুদের কুফল বা ভয়াবহতা নিয়ে কোনো ধারণাই নেই। যাদের একটু ধারণা আছে, তারাও টাকার লোভ সামলাতে পারে না। আমি এমন অনেককে দেখেছি, যারা নামাজ-রোজায় মশগুল, কিন্তু দিব্যি সুদ খেয়ে যাচ্ছে। তাদের যুক্তি হল, সবাই তো সুদ নিচ্ছে, আমি নিলে সমস্যা কী!
আমি বুকে হাত দিয়ে বলতে পারি, জীবনে যা উপার্জন করেছি, সব হালাল উপার্জন। ভেজাল বা হারামের পাশ দিয়েও হাঁটিনি।
১০টি মন্তব্য
নাজমুল আহসান
মুসলমানেরা (বিশেষ করে বাংলাদেশি মুসলমান) যে কয়টা মহাপাপকে জায়েজ বানিয়ে নিয়েছে, তার মধ্যে ১ নম্বর হল সুদ। বেশিরভাগ মানুষের সুদের কুফল বা ভয়াবহতা নিয়ে কোনো ধারণাই নেই। যাদের একটু ধারণা আছে, তারাও টাকার লোভ সামলাতে পারে না। আমি এমন অনেককে দেখেছি, যারা নামাজ-রোজায় মশগুল, কিন্তু দিব্যি সুদ খেয়ে যাচ্ছে। তাদের যুক্তি হল, সবাই তো সুদ নিচ্ছে, আমি নিলে সমস্যা কী!
আমি বুকে হাত দিয়ে বলতে পারি, জীবনে যা উপার্জন করেছি, সব হালাল উপার্জন। ভেজাল বা হারামের পাশ দিয়েও হাঁটিনি।
সুন্দর কবিতা লিখেছেন। সবার বোধোদয় হোক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল
মোঃ মজিবর রহমান
কিছুই বলার নেয় এদের। সুদ আর লাভ এক করে পাপী হওয়ার দৌড়ে এগুচ্ছে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।।।
শুভকামনা রইল
মনির হোসেন মমি
টাকা চাই যে ভাবেই আসুন পাপ পূর্ণ্যের হিসাব পরে দেখা যাবে।সাধারনতঃ আমরা এখন এমনটিতে অভ্যাস্ত হয়ে পড়েছি। সুন্দর কবিতা।বোধদয় হোক।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
সুন্দর কবিতা। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।।।।
আরজু মুক্তা
টাকা আসলেই হলো। টাকার যুগ। কে ভাবে কার কথা?
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ।
শুভকামনা রইল