জীবন জুড়ে লেগে থাকা,
অমানিশার ঘোর অন্ধকার কেটে-
মৃত্যুঞ্জয়ী সঞ্জীবনী শক্তি উদিত হবে একদিন।
সেই শক্তির প্রভাবে পৃথিবীর সমস্ত-
মরণঘাতী মহামারী ধূলিসাৎ হবে।
ধরিত্রীর কোলে আশ্রয় নেওয়া সমস্ত সৃষ্টি,
নব উদ্যমে ফিরে পাবে তাদের প্রাণ।
অচল বসুন্ধরা আবার সচল হবে,
কোলাহল মুখর জনাকীর্ণে ভরে উঠবে বসুমতী।
কবে আসবে সেদিন?
কবে আসবে সে সময়?
কবে আঁধারের বুক চিড়ে বেড়িয়ে আসবে আলো?
কবে সেই আলোয় আলোকিত হবে বসুধার বুক?
চার দেয়ালের বদ্ধ ঘরে আবদ্ধ থেকে-
আর কত স্বপ্ন আঁকবো দুচোখ জুড়ে?
সুদিনের আশায় আর কতকাল থাকবো অপেক্ষায়?

১১৪১জন ৯৩২জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ