
হেমন্তকে শুনতে পাচ্ছি ! দেখছি ঐ নীলাভ সাদা মেঘের মাঝে!
ঐ উঁচুতে থাকা মেঘেদের দল থেকে নেমে আসছে বৃষ্টি,
শীতের শীতল পাখার আবেশে,প্রতি বছরের মত।
অপেক্ষায় ছিলাম ভিজবো বলে,
হেমন্তের নিঃশ্বাসে মুখ ডুবিয়ে,
ঝর্ণা জলের মুগ্ধ সুবাস পানে
হেমন্তকে গিলে খাচ্ছি, ডুবে ডুবে ডুব-জলে;
ঝরে পড়া স্মৃতির হাওয়ায় উড়িয়েছি
আগলে রাখা সুখ-স্বপ্নের মতো রহস্যময় হেমন্তকে,
অপার সৌন্দর্যে লজ্জাহীন উদাসীনতায়,
প্রকৃতির এ শীতল রৌদ্র স্পর্শের পরশ নিই গুচ্ছ-গুচ্ছে;
প্রকৃতির মহৎ হৃদয় দানে।
ফুটফুটে হেমন্ত স্মৃতিগুলো আঁচলে বাধা মৃগনাভির সুবাসে;
বিস্মৃত স্মৃতি পেছনে ফেলে শস্য দানার হেমন্তের ডাক শুনতে পাই, একটু একটু করে।
এসো হেমন্ত -সোনা রঙের রঙ ছড়িয়ে, এই নবান্নে..
* ছবি – আমার।
২৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নীলের বাঁধানো আকাশ আলোয় মেঘেদের পালে, আকাশ ভেসে যায়,
এই হেমন্ত-ডাকে, সবুজ পাতাদের ঘ্রাণ আর পাখালির গানে,
এক মায়াবী স্বপ্নের মত সবুজের প্রান্তরে সোনালী ধানের শিষে;
সাবিনা ইয়াসমিন
মেঠোপথের বাঁক পেড়িয়ে,
মুঠো-মুঠো সোনা রোদ বিলিয়ে.
শীত-শীতল পরশ নিয়ে এসো হেমন্ত!
বিরহী লগ্ন বিমূর্ত হোক তব রাখালিয়া সুরে..
সুরাইয়া পারভীন
বাব্বাহ! মানুষের হেমন্ত কী সুন্দর সুখ স্বপ্ন নিয়ে আসে
ফুটফুটে হেমন্তের নিঃশ্বাসে মুখ ডুবিয়ে, মুগ্ধ সুবাস পানে হেমন্ততে ডুবে থাকে।
ওদিকে আমার হেমন্তকে দেখুন
কতো ডাকছি ইনিয়ে বিনিয়ে
আদর মাখা ভালোবাসার হাতছানিতে
তবুও সে আসে না; সাড়াও দেয় না ভালোবাসার বাঁকে
দারুণ হয়েছে কবিতাটি আপু❤️❤️
সাবিনা ইয়াসমিন
এই জন্যেই কাউকে বেশি আদর দিতে নেই। দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো কাউকে আদরে আদরে বাঁদর বানানো। এখন একবার বকাঝকা দিয়ে ডাকাডাকি করুন, পাইলেও পাইতে পারেন হেমন্ত দর্শন!
আরজু মুক্তা
হেমন্তের লাজুক আবরণ সরে যাক। ” এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার/ আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো আজ! ”
হেমন্তী শুভেচ্ছা
সাবিনা ইয়াসমিন
বাহ! চমৎকার কমেন্ট। এমন সব কমেন্ট পাওয়ার জন্যেই মাথার ঘিলু চাটনি বানিয়ে লেখি 😀
ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
এসো হেমন্ত -সোনা রঙের রঙ ছড়িয়ে, এই নবান্নে..
সুখ স্বপ্নের স্বপ্ন দেখা আমার আপুর জন্যে।
ভালই লাগলো। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ দাদা। হৈমন্তী শুভেচ্ছা আপনাকেও 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
হেমন্তের মিষ্টি, শীতল, সোনা রঙ সবার মনকে রাঙিয়ে দিচ্ছে দিনে-রাতে সুখের আবেশে। দারুন হয়েছে কবিতা খানি যদিও একান্ত অনুভূতি তে মোড়ানো। লেখাটি প্রিয়তে নিলাম আপু 💓💓। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
কবিতারা আপনার/আপনাদের দখলে থাকুক, আমি আমার একান্ত অনুভূতি গুলোই ভাগাভাগি করে সুখী হই। সুন্দর মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রিয়তে নেয়ায়। ভালো থাকুন সারাক্ষন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
রেজওয়ানা কবির
অপেক্ষায় ছিলাম ভিজবো বলে,
হেমন্তের নিঃশ্বাসে মুখ ডুবিয়ে,
ঝর্ণা জলের মুগ্ধ সুবাস পানে
হেমন্তকে গিলে খাচ্ছি, ডুবে ডুবে ডুব-জলে।
আমিও অপেক্ষায় থাকলাম,,,,,শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন ভালো লাগল।
সাবিনা ইয়াসমিন
আপনাদের ভালোলাগা লেখায় সার্থকতা এনে দেয়। ধন্যবাদ ও শুভ কামনা নিরন্তর 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ফুটফুটে হেমন্ত স্মৃতিগুলো আঁচলে বাধা মৃগনাভির সুবাসে;
বিস্মৃত স্মৃতি পেছনে ফেলে শস্য দানার হেমন্তের ডাক শুনতে পাই, একটু একটু করে।
এসো হেমন্ত -সোনা রঙের রঙ ছড়িয়ে, এই নবান্নে..
খুবি প্রশংসনীয় কাব্যকথন,দিদি।
ছড়িয়ে পড়ুক মৃগনাভির সুগন্ধি সুভাস।
হেমন্তের মাঠ ভরে উঠুক সোনার রঙে।
এই নবান্নে।
.
বেশ ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
নবান্ন আসুক নিজের সোনা রঙে আমাদের সোনেলার সোনালী অঙ্গনেও। ধন্যবাদ প্রদীপ।
শুভ কামনা অবারিত 🌹🌹
আলমগীর সরকার লিটন
অসাধারণ হেমন্তের অনেক শুভেচ্ছা রইল কবি আপু
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক শুভেচ্ছা সহ ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
এসো হেমন্ত -সোনা রঙের রঙ ছড়িয়ে, এই নবান্নে..****
আমাদের সবার জীবনে বয়ে আনুক হাজার রঙ আর ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে।
সকাল সকাল এমন কবিতা পাঠ মন ফুরফুরে করে দেয়।
শুভ কামনা লেখিকার জন্য।
সাবিনা ইয়াসমিন
এমনটাই বলতে চেয়েছি।
কপি কমেন্ট কিন্তু ফাঁকিবাজির উদাহরণ!
কোন কোন লেখার কিছু অংশ আমাদের বেশি ভালো লাগতেই পারে, উদ্বৃত্ত অংশ মিলিয়ে নিজের নিজেরটুকুও লিখতে হয়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
মাত্র একলাইন চুরি করেছি তো! তারজন্য এত বকা। সরি আর করবনা!!!
ফয়জুল মহী
সুকোমল অনুভূতির নিখাদ প্রকাশ। একরাশ মুগ্ধতা রইলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই। ভালো থাকুন, লেখা দিন।
শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
গাছগাছালী মেঠপথ চষে
ক্লান্ত মনটা গাছের তলে
শান্ত মনে আকাশপানে
উঠিয়ে শুভ্রসাদা মেঘ ডাকে , হেমন্ত যায় চলে , আসিবে ফের আগামীতে।
সাবিনা ইয়াসমিন
ঋতুরা চলে যায় ফিরে আসার জন্যেই। কিন্তু মানুষের জন্য ফিরে আসা কঠিন! হারানো সময় আর হারিয়ে ফেলা দিন কখনো ফিরবার নয়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
ঘাঁটি কথায় কইলেন আপনি।
খাদিজাতুল কুবরা
“শিশির ভেজা শিউলি ফুলের আমন্ত্রণে,
আনলো ডেকে হেমন্তকে,
মিঠেল রোদের লুকোচুরির ফাঁকে,
মন মাতানো ধানের শীষে হারাবো এই অগ্রহায়ণে ”
হেমন্ত বন্দনায় প্রাণ জুড়িয়ে গেলো আপু।
হৈমন্তীয় শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
বাহ! কবিতা কমেন্টে একরাশ মুগ্ধতা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সাথে শুভ কামনা 🌹🌹
শামীম চৌধুরী
হেমন্তকে আমি বলি ঋতুরাজ। হেমেন্তের নবান্নে কিষানী বুকে নতুর করে জেগে উঠে কিষানের জন্য ভালোবাসা। হেমন্ত যেন ডাকে শীতের পরশ নিতে।
দারুন লিখেছেন।
সাবিনা ইয়াসমিন
কেন জানি এই হেমন্তকাল আমারও ভীষণ ভালো লাগে। গরম/শীত/রোদ/ বৃষ্টি সবই মার্জিত আচরণ করে এই ঋতুতে। আর নতুন ধানের মিষ্টি সুবাস বয়ে যায় কৃষাণ কৃষাণীর হাত ধরে সমস্ত প্রকৃতিতে!
ধন্যবাদ ও হৈমন্তী শুভেচ্ছা আপনাকে 🌹🌹
তৌহিদ
প্রকৃতিতে হেমন্ত এসেছে নতুন সাজে। সোনালী ধানের পরশে কৃষকের মুখে হাসি নিয়ে। হেমন্ত আমার খুব পছন্দের ঋতু। না শীত না গরম আবহাওয়া।
ভালো থাকুন আপু।