সুখ কই

আলমগীর সরকার লিটন ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ১১:৩৯:২০পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

চোখে বলা যায় না কিছু তবুও
রাস্তার মোড়ে- মোড়ে
হাতের আঙ্গুলের ফাঁকে- ফাঁকে
ধোঁয়া উড়ন্ত পথ অথচ
ভাবে না উপকার কিংবা ক্ষতি
বোতল গুলো যেনো
আয়নার মতো পরে আছে মুখ
দেখা যায় লাল ছবি
এভাবেই চলছে, শাসন নেই-
বারন নেই, চুপ শুধু
হিংস্র বজ্রপাত দুনিয়াদারি সহ
চেহেরাগুলো খুব ভয়!
তবু ভাবে না বাতিঘরে সলক
আঁধার বুকে সুখ কই?
নিজের ভাবনাময় নিজেই রই।

২৪ভাদ্র ১৪২৮, ০৮ সেপ্টেম্বর ২১

৯৬৫জন ৮৫৩জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ