
চোখে বলা যায় না কিছু তবুও
রাস্তার মোড়ে- মোড়ে
হাতের আঙ্গুলের ফাঁকে- ফাঁকে
ধোঁয়া উড়ন্ত পথ অথচ
ভাবে না উপকার কিংবা ক্ষতি
বোতল গুলো যেনো
আয়নার মতো পরে আছে মুখ
দেখা যায় লাল ছবি
এভাবেই চলছে, শাসন নেই-
বারন নেই, চুপ শুধু
হিংস্র বজ্রপাত দুনিয়াদারি সহ
চেহেরাগুলো খুব ভয়!
তবু ভাবে না বাতিঘরে সলক
আঁধার বুকে সুখ কই?
নিজের ভাবনাময় নিজেই রই।
২৪ভাদ্র ১৪২৮, ০৮ সেপ্টেম্বর ২১
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম! খুব ভাবনার বিষয় বাউল দা।
এরই মাঝে বেঁচে থেকে আপন তুষ্টিতে সন্তুষ্টি থাকা লাগবে।
আলমগীর সরকার লিটন
হু সেটাই ভাবছি প্রিয় কবি মজিবর দা
অশেষ ধন্যবাদ জানাই ——-
ত্রিস্তান
পৃথিবীতে এই জিনিসগুলোই সম্ভবত মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। অথচ মানুষ ওখানেই সুখ খুঁজে ফেরে।
আলমগীর সরকার লিটন
জি সঠিক বলেছেন কাব্যপাঠে অশেষ ধন্যবাদ জানাই
উর্বশী
নিজের ভাবনায় ই তো সুখ খুঁজতে বেঁচে থাকার আশার তরী বেয়ে চলা। লাভ– ক্ষতির বিচার করা ভুলে তবুও সুখের পায়রা র সন্ধানে থাকে।শাসন,বারন,ভয়,সবই তো উপেক্ষাতে রয়।তবেই তো সুখ নামের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।
ভাল লিখেছেন। আন্তরিক ধন্যবাদ সহ শুভকামনা।
আলমগীর সরকার লিটন
জি কবি উর্বশী দিদি
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
রোকসানা খন্দকার রুকু
হুম চলছে জীবন এভাবেই। কি আর করা যাবে।।
আলমগীর সরকার লিটন
জি কবি রুকু আপু
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
ক্ষতিকর জিনিস এর মাঝে সুখ খুঁজে ফেরা।
তাইতো সুখ আর দেয় না ধরা। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর কবিতা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সন্ধ্যা
আলমগীর সরকার লিটন
জি কবি ফাল্গুনী দিদি
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সৌবর্ণ বাঁধন
সুন্দর কবিতা। শুভেচ্ছা জানবেন।
আলমগীর সরকার লিটন
জি কবি বাঁধন দা
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-