আমার জন্ম শহরের নদীর পাড়ে
তোমার অপেক্ষায়…………
দিন রাত্রির যবনিকা পাঠ করে চলেছি!!
ধুর কি উল্টাপাল্টা কথা, যাই শহরের ইট পাথরের দেয়ালে ঘেরা আমার চড়ুই পাখিক বাসায় বসে গুঞ্জন তুলি নতুন দিনের বালুকাময় অশান্ত মিছিলের।। এই আশ্বাসে যে আমাদের দুই রাজনৈতিক নেত্রি হয়ত এবার বসবে পাশাপাশি। যদি এবারো ভেস্তে যায় তবে আমার চড়ুই পাখির বাসায় অপেক্ষায় থাকবো সত্যিকারের জনতার মিছিলের জন্য, নতুন দিনের সপ্ন নিয়ে নতুন কোন আশ্বাসে নতুন দিনের মিছিলের।
সীমান্ত উন্মাদ
(তেপান্তরের মাঠ থেকে)
১৬টি মন্তব্য
নীহারিকা
আশা করছি অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুষ্টু সমাধান হবে।
সীমান্ত উন্মাদ
সেই আশায় প্রতিটিদিন নতুন করে সপ্ন দেখি আগামির। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
জিসান শা ইকরাম
যদি এবারো ভেস্তে যায় তবে আমার চড়ুই পাখির বাসায় অপেক্ষায় থাকবো সত্যিকারের জনতার মিছিলের জন্য, নতুন দিনের সপ্ন নিয়ে নতুন কোন আশ্বাসে নতুন দিনের মিছিলের। (y) ভালো বলেছেন ভাই।
কেটে যাক অনিশ্চয়তা —
অনেকদিন পরে আসলেন , ব্যস্ত খুব ?
সীমান্ত উন্মাদ
মামা আমিতো ভাই না ভাইগ্না। যাউগ্গা বেফার না। মামা অফিস নিয়া অনেক ব্যাস্ত। তার উপর আমাদের ব্যান্ড এলবামের কাজ চলতেছে পুরু দমে। আশা করি ভেলেন্টাইন ডে এর আগে রিলিজ দিতে পারবো। এই জন্য একটু কম আসা হয় আর কি। ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
লীলাবতী
ভালো লেগেছে খুব ভাইয়া -{@
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকমনা জানিবেন নিরন্তর।
খসড়া
তেপান্তরের মাঠে বধু হে একা বসে থাকি।
সীমান্ত উন্মাদ
কুনু লাভ নাই টাইময়ের আগে আইসবে না ভাইডি। ;( :D)
প্রিন্স মাহমুদ
🙂
সীমান্ত উন্মাদ
;( 🙂
শুন্য শুন্যালয়
মিছিলের প্রস্তুতি চলুক… ভালো লেগেছে লেখা…
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য। মিছিলে মোদের সাথী হবেন এই আশা রইল।
আদিব আদ্নান
আমিও আশায় থাকব সত্যি কোন নির্মল বাতাসের ।
সীমান্ত উন্মাদ
শিগগিরি আসবে দেখবেন। ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য।
মা মাটি দেশ
সুন্দর লিখনী তেজঁ।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।