
’কার ঘরে রোজ বসত করি
দেয় কে মুখের খাবার!’
ভাবনা গড়ে পাহাড়?
কও তো তবু ক’জন করে
খোঁজ সে মহান দাতার?
পারলে আড়ে বুদ্ধু সেও
গর্বে সাজে তাতার!
আকাশ পাতাল চন্দ্র তারা
বিশ্বজগত জুড়ে,
এমনি ভাবো ঘুরে?
চাইলে কি কেউ ছুটতে পারে
প্রান্ত কভু পুড়ে?
সব প্রাণিই তো অনুগত
মেনে আপন সীমা,
ভুল কি করে গিমা?
মানুষ যখন ছোঁয় বেড়ে চাঁদ
খুলে লোলুপ বীমা??
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ভাবনাময় প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
ভুল কি করে গিমা?
গিমা মানে কি?
বোরহানুল ইসলাম লিটন
’গিমা’
এক প্রকাশ শাক,
যা এখানে ক্ষুদ্রাতি বা তুচ্ছ অর্থে ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ অতি তুচ্ছ জীব- সেও আপনার সীমা বুঝে
কিন্তু দুঃখের বিষয় সর্বগুনে গুনান্বিত মানুষই শুধু তা বুঝে না।
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, এরপর বাজারে গেলে গিমা শাক খুঁজবো। নেটে সার্চ দিয়েছিলাম ছবি দেখে চেনার জন্য। পাইনি ;(
আপনিও ভালো থাকবেন। শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
আপনার জন্য
’গিমা’ শাক এর ছবি গ্যালারীতে যুক্ত করেছি আপু।
আন্তরিক শুভ কামনা রেখে গেলাম নিরন্তর।
হালিমা আক্তার
মহান দাতার খোঁজ করার সময় কোথায়। খুব সুন্দর লিখেছেন।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।