সাড়ে তিন হাত ভূমি

রকিব লিখন ১৯ মে ২০১৪, সোমবার, ১১:০৪:৩০অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য


প্রচ্ছন্ন আনন্দ খেলা করে যখন দেখি তোমার ঐ মুখ
স্নিগ্ধতার অতলে ডুবে যায় আশাহুত ভাললাগায় বুক
তোমার কোমল অঙ্গ নাচায় হৃদয় ধমনীতে বিমুগ্ধ সুর
নিত্য বাজে তোমার গান আমার কানে সন্ধ্যা-দুপুর-ভোর
ক্লান্তিতে অক্লান্ত হয় শরীর তবু জাগে তোমার অনুভূতি
তোমার বুকে ভেসে বেড়াই আমি তুমি আমার অতল নদী
নিরাশার ভৈরবী গানে তোমার প্রেরণা বাঁজায় মূরজ বাঁশি
সাড়ে তিন হাত ভূমি যেন দাও হে বাংলা তোমায় ভালবাসি
২০ মার্চ ২০১৪
চালাবন, উত্তরা।

৬০১জন ৬০১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ