প্রচ্ছন্ন আনন্দ খেলা করে যখন দেখি তোমার ঐ মুখ
স্নিগ্ধতার অতলে ডুবে যায় আশাহুত ভাললাগায় বুক
তোমার কোমল অঙ্গ নাচায় হৃদয় ধমনীতে বিমুগ্ধ সুর
নিত্য বাজে তোমার গান আমার কানে সন্ধ্যা-দুপুর-ভোর
ক্লান্তিতে অক্লান্ত হয় শরীর তবু জাগে তোমার অনুভূতি
তোমার বুকে ভেসে বেড়াই আমি তুমি আমার অতল নদী
নিরাশার ভৈরবী গানে তোমার প্রেরণা বাঁজায় মূরজ বাঁশি
সাড়ে তিন হাত ভূমি যেন দাও হে বাংলা তোমায় ভালবাসি
২০ মার্চ ২০১৪
চালাবন, উত্তরা।
১৪টি মন্তব্য
খসড়া
মরিতে চাহিনা আমি এই সুন্দর ভূবনে
মানবেরই মাঝে বাঁচিবারে চাই।
রকিব লিখন
আমিও তো মরিতেই চাই না।।
কিন্তু না মরে তো উপায় নাই।।
ধন্যবাদ…….. -{@
মশাই
সুন্দর লিখেছেন। এই বাংলার মাটিতেই যাতে শেষ নিশ্বাস ত্যাগ করতে পারি এই হোক মনের বাসনা। এখনি ঘুমাবো শেষ পথের যাত্রী হয়ে। শুভ কামনা রইল কবি।
রকিব লিখন
আপনার প্রতিও শুভ কামনা।। -{@ (3
জিসান শা ইকরাম
দেশকে ভালোবাসি আমরা
অবশ্যই আমাদের এই আকাংখা পুর্ন হবে ।
ভালো লিখেছেন ।
রকিব লিখন
জিসান ভাই দেশ মাতার জন্য এ জীবন উৎসর্গ করেই রেখেছি।।
ধন্যবাদ আপনাকে এবং আপনার মত একজন দেশ প্রেমিককে -{@ (3 (y)
লীলাবতী
ভালো লিখেছেন ভাইয়া । কথা রাখার জন্য ধন্যবাদ ভাইয়া ।
রকিব লিখন
ধন্যবাদ আপু।।
আপনার কথা অবশ্যই রাখরো।। -{@ (y) 😀
রিমি রুম্মান
শেষ লাইনটা ছুঁয়ে গেল…
রকিব লিখন
ধন্যবাদ আপু।। একটি লাইন হলেও আপনার মন ছুয়েঁছে।। -{@ (y) :T
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা, শেষ লাইনটা মন ছুঁয়ে গেলো ।।
রকিব লিখন
ধন্যবাদ আপনাকে।। আমার কবিতা ভাল লেগেছে বলে ভার লাগলো।।। -{@ (3 \|/ :T
প্রিন্স মাহমুদ
দারুন :p 🙁 😀
রকিব লিখন
ধন্যবাদ।। 😀 (3 -{@ (y) \|/ :T