আজ ভোরে হঠাৎ:
আমি এক অজানা যায়গায়। সামনে দেখি হাসিনা আর খালেদা।। 😮
: আমি কোথায়??
: আমরা ভেবে দেখলাম যে আমাদের জন্যই দেশে এত অশান্তি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে প্রধানমন্ত্রী বানাবো।
: 😮 😮 :o. আপনারা এত এক্সপেরিয়েন্স হয়েও পারছেন না। আর আমি কিভাবে দেশ চালাতে পারবো?
এই কথা বলতেই তারা রেগে গেলো। হাসিনা তার চশমা খুলতেই দেখলাম তার চোখ ভয়ংকর লাল আর ধিরে ধিরে চেহারাও ভয়ংকর হয়ে যাচ্ছে।
খালেদা তার ভ্যানিটিব্যাগ থেকে লিপস্টিক বের করে ঠোটে মাখতেই দেখলাম ঠোটের দু পাশ দিয়ে বড় বড় দাঁত বেরিয়েছে। ঠিক কাউন্ট ড্রাকুলার মত। এবার তার চেহারাও ভয়ংকর হতে লাগলো। তারা এবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম আমার ভাগ্যে আজ শনির দৃষ্টি। দিলাম দৌড়। আমিও দৌড়াই আমার পিছে পিছে ওরাও দৌড়ায়। ধিরে ধিরে তারা ভয়ংকর ডাইনির রুপ নিয়েছে। দৌড়াতে দৌড়াতে একসময় দেখলাম সামনে অনেক বড় খাঁদ। আর কোন রাস্তা নেই। ডাইনি দুটি অট্টোহাসি হেসে আমাকে ধরতে আসছে।
ঠিক এই সময় সূর্য্যের উজ্জ্বল আলো এসে পড়লো আমার সামনে এবং সেখান থেকে বের হলো একটা মেয়ে। আপরুপ সুন্দর। মেয়েটা আমার দিকে তাকালো। আপরুপ সেই চাহনিতে আমি নিজেকে হারিয়ে ফেললাম। মনে হচ্ছে সে আমার হাজার বছরের চেনা।
এবার সে সামনে তাকালো এবং তার ভয়ে ডাইনি দুটা পালিয়ে গেলো।
: কে তুমি হে রুপসি??
: আমি সানি লিওনি।
[আরে হ্যাঁ তো। সত্যিই সানি। তাই তো এত চেনা চেনা।
: ভয় নেই। আমি থাকতে ওরা তোমার কিছুই করতে পারবেনা।
এবার সে সামনে আসলো। তার হাত আমার কানের উপর দিয়ে মাথায় দিলো। আমিও তার মুখ থেকে চুল সরিয়ে তার কানের ওপাশে হাত দিলাম। ঠিক হলিউড স্টাইলে দুজন কাছে আসছি। আসছি। আসছি। দুজনের ঠোট প্রায় স্পর্শ করবে ঠিক এই সময় ঘুম ভেংগে গেলো।।
এইডা কিছু হইলো??
#feeling ধুর ফিলিংস হওয়ার আগেই তো ফিলিংস নষ্ট হয়ে গেলো।
৮টি মন্তব্য
স্বপ্ন নীলা
পড়লাম — নেত্রীদের নিয়ে এত কথা !! আপনার খবর আছে !!
ব্লগার সজীব
আপনার লেখা ঠিক আছে, তবে আমাদের দেশের নেত্রীদের সাথে এভাবে তুলনা করে শিরোনাম দেয়া ঠিক না। আমি শেখ হাসিনার সমর্থক, আপনি যদি শুধু খালেদা জিয়াকে নিয়ে এমন শিএরোনাম দিতেন, তাহলেও একই মন্তব্য করতাম। শত সীমাবদ্ধতা থাকলেও এনারা আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং আছেন। এই শ্রদ্ধাবোধ আমাদের থাকা উচিৎ।
শিরোনাম পাল্টানোর জন্য অনুরোধ করছি ।
মরুভূমির জলদস্যু
সংবাদ পত্রে দেখলাম মামনীয় প্রধান মন্ত্রীকে বোন আর তার ছেলে জয়কে ভাগিনা লেখার কারণে (ফেবুতে) গ্রেফতার করেছে।
জিসান শা ইকরাম
পোষ্ট প্রকাশ করেই নিরুদ্দেশ হলে চলে ? আপ্ততিকর শিরোনাম পাল্টানোর জন্য অনুরোধ করছি।
পুষ্পবতী
শিরোনাম পরিবর্তন করলে ভালো হয়।
মোঃ মজিবর রহমান
যার যা লিখা যায় কিন্তু সন্মানীয়দের সন্মাম দেয়া উচিত।
খসড়া
বুঝেছি সানি লিওন যখন এসেছে তবে আপনের এইডস হইতে আর দেরী নাই।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
শিরোনামটা কি ছিলো ? এটা তো খারাপ শিরোনাম না । খারাপ হলে পাল্টালো কে । ব্লগার নিজে যদি পাল্টান তবে কারো মন্তব্যের জবাব দিলেন না কেন ? কিছুই বুঝলাম না ।