
রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি।
জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস সাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এই আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সহ সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আক্তার শিউলী, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি. এম. সাগর প্রমুখ।
আগামী নিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।
২০টি মন্তব্য
মনির হোসেন মমি
আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার চাই।
কাজী জহির উদ্দিন তিতাস
ঠিক বলেছেন মনির হোসেন মমি ভাই, সুস্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার প্রয়োজন।
সুপায়ন বড়ুয়া
নিন্দা জানানোর ভাষা নাই
অপরাধীর শাস্থি চাই।
কাজী জহির উদ্দিন তিতাস
ঠিক বলেছেন ভাইজান।
সঞ্জয় মালাকার
নিন্দা জানানোর ভাষা নাই
শুধুই অপরাধীর শাস্তি চাই।
কাজী জহির উদ্দিন তিতাস
ধন্যবাদ, আমরা অপরাধীর ফাঁসি চাই।
মোঃ মজিবর রহমান
যেকোন অন্যায়ের বিচার চাই। অন্যায়কারী শাস্তি পাক।
কাজী জহির উদ্দিন তিতাস
ধন্যবাদ প্রিয়, অন্যায়কারী শাস্তি পাক
নিতাই বাবু
আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
কাজী জহির উদ্দিন তিতাস
ধন্যবাদ প্রিয়।
সুপর্ণা ফাল্গুনী
খুবই দুঃখজনক ঘটনা। সুষ্ঠু বিচার চাই
কাজী জহির উদ্দিন তিতাস
ধন্যবাদ আপনাকে।
ফয়জুল মহী
এই রক্ত, এই দেশ । বাংলাদেশ, মাতৃভূমি সালাম তোমাকে ।
কাজী জহির উদ্দিন তিতাস
ধন্যবাদি আপনাকে।
জিসান শা ইকরাম
প্রিয় সাংবাদিক ভাই, প্রতিটি ব্লগের একটি নীতিমালা আছে। সোনেলারও আছে নীতিমালা। অনুগ্রহ করে নীতিমালাটি পড়ে নিবেন। প্রথম পাতার একদম নিচে নীতিমালায় ক্লিক করে পড়ুন।
পোস্টের সং্খ্যার বিষয়ে নীতিমালার ধারা পাঁচ এ বলা আছে
৫/ সোনেলা পোস্ট ফ্লাডিং নিরুৎসাহিত করে। একজন ব্লগার দিনে একের অধিক পোস্ট না দেন , সোনেলা এটি প্রত্যাশা করে। ২৪ ঘন্টায় কোন ব্লগারের একাধিক পোস্ট হলে , একটি রেখে অন্য সব পোস্ট খসড়ায় রেখে দেয়া হবে। এক্ষেত্রে ব্লগার ইচ্ছে করলে পরেরদিন খসড়ায় জমাকৃত পোস্ট পুনঃ পোস্ট দিতে পারবেন। ”
অর্থাৎ দুই পোস্টের মধ্যে সময়ের ব্যবধান হবে কমপক্ষে চব্বিস ঘন্টা। আপনি পরে একটি পোস্ট দিয়েছেন পাঁচ ঘন্টা আগেই।
আপনার লেখায় ব্লগারগন কস্ট করে মন্তব্য দিচ্ছেন, আপনার তো জবাবে অন্তত ধন্যবাদ জানানো উচিত, তাই না ?
সুভ কামনা।
কাজী জহির উদ্দিন তিতাস
মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ আপনাকে।
আরজু মুক্তা
সুষ্ঠু বিচার চাই।
কাজী জহির উদ্দিন তিতাস
ধন্যবাদ আপনাকে।
ইসিয়াক
নিন্দনীয় কাজ।
অপরাধীর শাস্তি চাই।
কাজী জহির উদ্দিন তিতাস
ধন্যবাদ আপনাকে।