
সময় বড়ই নির্মম
আবার কখনো কখনো বড়ই মধুময়
সময়ের লুকচুরি খেলায় নিজেকে
মাঝে মাঝে পুতুল মনে হয়।
এর গতির সাথে পাল্লা দেব
সাধ্য কোথায় বল
এভাবেই গিনিপিগ সম
জীবন চাকা চলল।
সময় কাউকে ক্ষমা করে না
কবিতার মত
বড়ই জ্বালায় কবিকে
ত্যাক্ত করে প্রতিনিয়ত।
খচখচ করে ভাবাবেগে বারংবার
এযে মহা যন্ত্রনা
নব্ নব সৃষ্টির আকুলতায়
লুপ্ত জাগতিক চেতনা।
কবিতায় যখন সময়ে ছায়াপরে
হয়ে যায় কৃষ্ণের বাশরী
ভালবাসার অমর কাব্য
তৃষিত আত্মার আহাযারী।
কখনোবা বিদ্রোহ ঝংকারে
লৌহ শৃংখল ভাঙ্গার দৃঢ় প্রত্যয়
রাজপথে শ্লোগান মুখর মিছিল
হাটে-মাঠে পথে-প্রান্তরে নব সুযদয়।
কখনো আবার স্রষ্টার প্রেমে
আরাধনা গীত হয়
স্রষ্টাই যে বলেন কালামে পাকে
আমিই সময়।
সময় আর কবিতার মিলনেইতো
সৃষ্টি সবই ছয়দিনে
প্রকম্পিত শব্দের ছন্দে
প্রান সঞ্চারে আসমান-জমিনে।
স্রষ্টার বানী পবিত্র কবিতা
হৃদয়ে প্রথিত ভক্তিতে
পরোকালিন সময়ে পাথেয় হয়ে
সহায় হবে মুক্তিতে ।
সময়ের ধারক নিরাকার সত্তার
ছন্দময় কাব্যিক মূর্ছনায়
পাপি মনে জাগে আশার আলো
পংতির পরতে পরতে ছড়ানো করুনায়।
সময়ই কবিতার মাঝে
সঞ্চারে গতি
সময়ের রুপই কবিতার রুপ
কঠিন কোমল অতি।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
দুর্দান্ত প্রকাশ। নিখুঁত প্রকাশ।
আতা স্বপন
ধন্যবাদ
ইঞ্জা
অনবদ্য এক কাব্য পড়লাম ভাই, খুব ভালো লাগলো।
আতা স্বপন
ধন্যবাদ, আপনাদের প্রেরনায় লিখি
সুপায়ন বড়ুয়া
“সময়ই কবিতার মাঝে
সঞ্চারে গতি
সময়ের রুপই কবিতার রুপ
কঠিন কোমল অতি।”
কবির কাব্যরসে ফিরল এবার
মনের আকুতি।
ভাল লাগলো। শুভ কামনা।
আতা স্বপন
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
সময় এভাবেই আমাদের সাথে মিলে মিশে একাকার হয়ে আছে। সময় আর কবিতা দারুন হলো ভাবনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা
আতা স্বপন
সময় আর কবিতার মাঝে যে সম্পর্ক সেটার নাম ভালবাসা
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা খুবই।
আতা স্বপন ভাই, সহ ব্লগারদের লেখায় আপনার মন্তব্যে আশা করছি।
এতে সহ ব্লগারগণ উৎসাহ পাবেন।
শুভ কামনা।
আতা স্বপন
আসলে নিজের লেখায়ও মাঝে মাঝে কমেন্টস এর উত্তর দিতে পারি না। কাজের ভিষন চাপ। সময় করে একটু লিখি এই যা। তবুও চেষ্টা করব। ধন্যবাদ
কামাল উদ্দিন
কবিতারা কবিকে জ্বালায় ক্যান ভাই?
আতা স্বপন
কবিতা কবিকে জ্বালায় কারণ ভাব আসে কিন্তু প্রকাশের ভাষাগুলো তখন আসে না। ভাষার হীন ভাব ভাষার জন্য তরপায় শুধু।
এমন একটা লেজেগোবরে অবস্থা হয়।
ধন্যবাদ।
তৌহিদ
সময়কে নিজের নিয়ন্ত্রণে নেয়ার সাধ্য কারুরেই নেই তবে সময়ের সাথে তাল মিলিয়ে চললে সফলতা আসে। সেটাইবা কতজন পারে!
ভালো থাকুন আতা ভাই।
আতা স্বপন
কবিতা জন্ম নেয় সময়ের উমপাতা ঘরে। কবিতার মাঝে তাই সময়ের ছায়া পড়ে । আর তখন একটি সফল কাব্য যৌবনবতী হয়।………………….ধন্যবাদ