
সময়ের সাথে বেধেঁছি ঘর
সময়’ই বলে দেবে
কে আপণ কে বা পর।
এখন তোমার দারুণ সময়
মনে বইছে তোমার অসংখ্য ভ্রমর,
এক দিন আমিও ছিলাম
ভাবিনিকো কখনো তোমায় পর।
মনে মনে মিল না হলে
হয়নাগো কখনো ভাব,
তবুও আমি ভাসিয়া ছিলাম ভেলা
নিঃস্ব হয়ে দিন শেষে বুঝলাম;
সবিই তোমার ছলাকলা।
তুমি ভেবে ছিলে তুমিই জিদবে
আমাকে বিরহের আগুনে পোড়াবে
তুমি ঠিকই জিতে গেলে,
ভালবাসাকে পদদলিত করে।
সময়ের সাথে বেধেছিঁ ঘর
সময়ই বলে দিবে
কে আপণ কে বা পর।
কত কথা কত আশা
কত’ই না দিলে রঙিন নেশা,
হাতের তলে রাখলে হাত
হঠাৎ বললে তুমি কার সাথ।
বুঝি আমি সব চিনি
নারী তুমি বহু রূপী!
তোমার অন্তর খবরও জানে না বিধাতা,
আমি আদম বুঝবো কি তোমার,
মনের সাথে সাপ-লুডু খেলা।
সময়ের সাথে বেধেছি ঘর
সময়’ই বলে দিবে,
কে আপণ কে বা পর।
১৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
সময়ই বলে দেবে কে আপন কে পর।
লেখার মুল বক্তব্য ভালো লেগেছে খুব।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইজান।
তৌহিদ
ভাইজান আপনি যে কবিতাও লেখেন জানতামনা কিন্তু! ভালো লেগেছে ভাই।
মনির হোসেন মমি
নারে ভাই,জিদ মিটাই।ধন্যবাদ।
রোবায়দা নাসরীন
বাহ্!
সুন্দর কবিতা, আবেগী কষ্টময় উচ্চারণ।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
সময় অনেক কিছুর-ই নিয়ামক।
নির্ধারণ তার হাতেই থাকে, শুধু সামনে এলেই দেখতে পাই।
সুন্দর হয়েছে লেখা।
মনির হোসেন মমি
হুম ভাইয়া।ধন্যবাদ।
নিতাই বাবু
আপনার আত্মনুভূতি নিয়ে লেখায় মুগ্ধ হয়ে গেলাম মনির দাদা। মনের ভাব প্রকাশে আপনি অদ্বিতী!
মনির হোসেন মমি
ধন্যবাদ দাদা।আপনিও লিখুন।
সাবিনা ইয়াসমিন
ইদানিং লেখাগুলো এতো ভালো হচ্ছে কেন মমি ভাই? রহস্য কি? একটু টিপস দিন, আমিও আমার লেখাগুলো ভালো করার চেষ্টা করতে চাচ্ছি। প্লিজ, হেল্প করেন…. 🌹🌹
মনির হোসেন মমি
বোন আমার হেল্প চায় যে কিনা তাদের’ই ছাত্র।সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
কত কথা কত আশা
কত’ই না দিলে রঙিন নেশা,
হাতের তলে রাখলে হাত
হঠাৎ বললে তুমি কার সাথ। বাহ ! কে কার পরে খোজ নেব ক্ষন। ভাল লাগ্ল।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।
সঞ্জয় মালাকার
সময় সাথে বেধেছি ঘর
সময়ই বলে দেবে
কে আপন কে পর।
সত্যি কথা – অনেক ভালো লেগেছে
আর আপনার জন্য ভালোলাগা রইলো
শুভ কামনা।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ দাদা।
সঞ্জয় মালাকার
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
দালান জাহান
যথার্থ বলেছেন কবি। সময়ই সবসময় সবকিছু বলে দেয়। চমৎকার লেখা শুভেচ্ছা।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।