
চন্দন কাষ্ঠের তৈরী কেদারায় দুলে
বর্ণিল স্বপনে তুমি চাঁদে গড়ো কুঠি,
সখ্যেও মৃদুলা ঝড় কভু এসে ছুঁলে
রক্ষার্থে কুঁড়ের মান আমি ধরি খুঁটি।
ছন্দিত আবেশ পেতে কামনার দোরে
রূপালী ঘুঙ্গুরে তুমি যেচে ঢালো সুরা,
বাঞ্ছার কর্কশ ঘাতে অদিনের ঘোরে
ন্যাড়া পাতে আমি খুঁজি খইলশ্যার মুড়া।
যতোই নামুক বৃষ্টি নিয়ে মিঠা পানি
জানি সমূদ্রের জল তবু রবে লোনা,
টানলেও দস্তা খোশে বিশ্বাসের ঘানি
হবে না কস্মিনকালে বরণে সে সোনা।
তবুও সম্পর্ক হবে খাঁটি অবশেষে,
তুমি আমি মাটি হবো যবে মিলেমিশে।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ এক অনুভূতির ছোঁয়া কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
সেই মাটিই হোক সফতে ফেনা সমুদ্র, রব ভালোবাসায় ডিংগি না অভদ্র। কবি লিখে যায় শব্দ বুননে চিন্তক যাদু বসে। দারুন বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
ফয়জুল মহী
অসাধারন সুন্দর কাব্যে বিমোহিত হলাম ।অনন্য বুনন।
অনিন্দ্য সুন্দর।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত প্রিয় কবি!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
চমৎকার শব্দ শৈলী। এ মাটিতে মিশে হবো একাকার। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
তবুও শেষে সম্পর্ক হবে খাঁটি তুমি আমি মিলে।।
খুব সুন্দর।।।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।