এক :-
তাকে আমার দেখা হয়নি আজও,
সেও কখনো চায়নি আমায় দেখতে।
তবুও কী জানি একটা সম্পর্ক অরবে এতোটা পথ—
নীরব বিস্ময় চিহ্নের মতো স্থির-শান্ত;
কখনো নদী হয়ে ওঠেনি, কিংবা ঝড়!
দুই :-
এখন তোমাকে দেবার কিছুই নেই আমার কাছে।
না সত্যি, না মিথ্যে
দেয়া কিংবা নেয়া, চাওয়া কিংবা পাওয়া
নিজস্ব প্রয়োজনে সময় যেভাবে দিন-রাত পরিভ্রমণ করে,
অস্পষ্টতায় আমিও তোমাকে।
তিন :-
একদিন সম্পর্কের মৃত্যু হবে নক্ষত্রের মতো
একদিন এই আবেগটাও গ্রাস করে নেবে ক্ষুধার্ত ব্ল্যাকহোল
জানি আমি।
কারণ হৃদয় কখনো নিঃস্বার্থ প্রেম বুনতে পারেনা।
চার :-
সেই কবেকার কথা! আমরা এখন পুরোনো হয়ে গেছি।
নাগরিক দৃশ্য দেখি,
আবেগের চাষ আর করিনা।
চলে এসেছি বহুদূরে—
কেউ কাউকে আর ডাকিনা স্বপ্নচোখে।
পাঁচ :-
আমাকে আর পাবেনা কখনো তুমি।
যে আমি নদীর মতো সহজ ছিলা্ম,
মোমের আলোর মতো স্নিগ্ধ;
বিপন্ন আজ নদীর অস্তিত্ব, কংক্রিটের নিচে চাপা পড়ে যাচ্ছে।
জানোনা,
বিলীন হয়ে যাওয়া মৃত নক্ষত্র কখনো আর জ্বলে উঠতে পারেনা?
হ্যামিল্টন, কানাডা
১৩ সেপ্টেম্বর, ২০১৭ ইং।
১৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
কী অদ্ভুত সুন্দর এক একটি খণ্ড কবিতা! সময়ের সাথে সাথে আমরা পাল্টাই নদীর মতোই, তাকে কি আর পাওয়া যায়!
আবেগের চাষ আমরা করি নীলাপু, নাগরিক স্টাইলে, সময়ের চাহিদার সাথে সাথে কিছু তো মানিয়ে নিতেই হয়।
ক্ষুধার্ত ব্ল্যাকহোল শব্দটা মনে ধরেছে 🙂
সম্পর্কের দরোজা-জানালা এখন স্লাইডিং এর মতো। খিলান লাগেনা, সব দেখা যায় এপাশ ওপাশ।
কী সুন্দর লেখো তুমি নীলাপু। বেশী সুন্দর।
-{@ -{@
নীলাঞ্জনা নীলা
আমার লেখাটিকে আকর্ষণীয় করে তোলে তোমার অতুলনীয় মন্তব্যে।
শুন্য আপু কিভাবে পারো এতো অলঙ্কৃত করতে?
Give me a hug তিলোত্তমা। -{@ (3
ইঞ্জা
অদ্ভুত সুন্দর প্রতিটি খন্ড কাব্য, ভালো লাগা রইল আপু।
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া কেমন আছেন আপনি? ভালো রাখার চেষ্টা করবেন।
ইঞ্জা
আপু জানেন আপনি আমি কেমন আছি, আপনাদের মাঝে থাকি বলেই ভালো থাকার চেষ্টা করি।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া অফুরান ভালোবাসা আপনার জন্যে। -{@
জিসান শা ইকরাম
অদেখা হলেও একটি সম্পর্ক হয়েও যায় দু একজনের সাথে।
কেমন একটা হাহাকার, মরুভিতে পানির হাহাকার যেন সবকিছুতে।
আমারই কথা গুলো কত সুন্দর ভাবে তোর লেখায় পেলাম।
নীলাঞ্জনা নীলা
নানা “সম্পর্ক” এই শব্দটা এতোটাই স্পর্শকাতর যে কাঁচের মতো ভেঙ্গে যেতে পারে আবার হাজার ধাক্কাতেও কিছুই হয়না।
কেমন আছো তুমি?
অনেক ভালো থেকো।
নাজমুস সাকিব রহমান
বাহ
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
আবেগের চাষ আর করিনা।
চলে এসেছি বহুদূরে—
কেউ কাউকে আর ডাকিনা স্বপ্নচোখে।
বাহ ! দারুন আসলেই আমিও স্বপ্ন দেখা ভুলে গেছি নীলাদি।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই আমি স্বপ্ন দেখা ভুলিনি।
নচিকেতার গানের মতোন, “স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন।”
অনেক ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
ভাল আছি আপু। আপনিও ভাল থাকুন।
নীলাঞ্জনা নীলা
🙂
স্বপ্ন নীলা
কত সুন্দর একটি কবিতা, আমি অভিভূত হয়ে গেলাম —
নীলাঞ্জনা নীলা
আপু আপনাকে মুগ্ধ করতে পেরেছে এই লেখা, তার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালো থাকবেন।
অপার্থিব
অণু কাব্যগুলো দুর্দান্ত হয়েছে। তিন নম্বরটা মুখস্থ করে রাখলাম, কাউকে শুনিয়ে অভিভুত করে দেওয়া যাবে। 🙂
নীলাঞ্জনা নীলা
আমার লেখার সৌভাগ্য যে আপনার ভালো লেগেছে। তিন নম্বরটা তাহলে তো বেশী-ই ভাগ্যবান।
অনেক ভালো থাকবেন অপার্থিব।