
বাতাসে দখিনা সমীরণের
দুই সেকেন্ডের রোমান্টিকতা।
সূর্য গেছে ডুবে,
তারারা গেছে খসে,
গোলাপ ঝরছে।
চাঁদ আজ আগুন্তুক
হৃদয়ে পুলক জাগাতে ব্যস্ত
স্বচ্ছতায়, উচ্ছলতায়
বৃষ্টি দেবে না চুমুক।
পাখিরা কানে কানে গুঞ্জন তুলবে
আত্মাকে করবে পরিশুদ্ধ
ছায়াটাও সরে যাবে অন্ধকারে
রোদের পরশে।
হাসিমুখ সজ্জিত কপোল
অনুভূতি সমুদ্র সমান,
ভালোবাসা বাড়বে
পৃথিবী পোড়ে পুড়ুক।
২৫টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“হাসিমুখ সজ্জিত কপোল
অনুভূতি সমুদ্র সমান,
ভালোবাসা বাড়বে
পৃথিবী পোড়ে পুড়ুক।”
ভালবাসার সুন্দর অনুভুতি গুলো
ভালই লাগলো। শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ দাদা
জিসান শা ইকরাম
দুই সেকেন্ডের রোমান্টিকতাতেই এত কিছু!
পৃথিবী পুড়ে গেলেও কিছু আসবে যাবে না!
বাহ !
সুন্দর হয়েছে কবিতা।
শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ দাদা।
কবিতা কঠিন করে লিখতে পারিনা
সুপর্ণা ফাল্গুনী
আহা এতো প্রেম , আবেগ! পৃথিবী পুড়ে গেলেও ক্ষতি নেই, প্রেম বেঁচে থাকুক, ভালোবাসার জয় হোক। ভালো থাকুন সুস্থ থাকুন
আরজু মুক্তা
আপনিও সুস্থ থাকুন।
কমেন্ট ভালো লেগেছে
পার্থ সারথি পোদ্দার
ভালবাসা এমনি চিরসবুজ হয়ে থাকুক।সুন্দর অনুভূতির বহিঃপ্রকাশ।শুভ কামনা রইল।
আরজু মুক্তা
কমেন্ট অনুপ্রেরণামূলক।
ভালো লাগলো।
সুস্থ থাকুন
ফয়জুল মহী
পরিপক্ব লেখা ভালোবাসা ও শুভ কামনা।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই
শামীম চৌধুরী
আপু কবিতায় সমীকরন ঠিকই মিলিয়েছেন। কিন্তু আমরা পারি না জীবনের সমীকরন মেলাতে। ভাল লাগলো।
আরজু মুক্তা
জীবন হচ্ছে জটিল। কবিরা জটিলতম পথ ফাঁকি দিয়ে যায়।
ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতিকে নিয়ে চমৎকার সমীরণ কাব্য।
ভালো লাগলো দিদি।
আরজু মুক্তা
ধন্যবাদ আপনাকে
হালিম নজরুল
আহ! কি রোমাঞ্চ! কি প্রেম!
আরজু মুক্তা
আাহা!
ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
দুই সেকেন্ড খুব কম সময়!
কবিতায় সময় ইট্টু বাড়িয়ে দিলে ভাল হয়।
আরজু মুক্তা
আচ্ছা, পরেরবার বাড়ায় দিবো।
তৌহিদ
এমন রোমান্টিক মূহুর্তকে কবিতায় বন্দী করা কি যা তা কম্ম! সুন্দর লিখেছেন।
আরজু মুক্তা
আমি অনুপ্রানিত।
ভালো থাকবেন
ইসিয়াক
বাহ কি রোমান্টিক কবিতা রে বাবা! পৃতিবী পুড়ে গেলেও তোয়াক্কা নেই।
সুন্দর কবিতা।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই।
খুব রোমান্টিক।
সঞ্জয় মালাকার
হাসিমুখ সজ্জিত কপোল
অনুভূতি সমুদ্র সমান,
ভালোবাসা বাড়বে
পৃথিবী পোড়ে পুড়ুক।
ভালো লাগলো দিদিভাই, ভালো থাকবেন সবসময়।
আরজু মুক্তা
ধন্যবাদ, আপনাকে
শান্ত চৌধুরী
পাখিরা কানে কানে গুঞ্জন তুলবে
আত্মাকে করবে পরিশুদ্ধ
ছায়াটাও সরে যাবে অন্ধকারে
রোদের পরশে।
অসাধারণ কথামালা।
শুভ হউক পথচলা।