
এসেছিলাম তোমার দ্বারে
শিউলি ফোঁটা কোন এক সন্ধ্যা রাতে,
তুমি দ্বার রুদ্ধ করে
মনের দেয়ালে প্রাচীর গেঁথেছিলে।
অপেক্ষার প্রহর গুনে
ফিরেছিলাম একাকী
রাতের ধ্রুবতারা হয়েছিল সাক্ষী।
বহুদিন পর
দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম
ভেবেছিলাম
ঝরাপাতার সাথে ভেসে আসা
কোন বিরহীনির কান্নার সুর।
দ্বার খুলে দেখলাম
তুমি দাঁড়িয়ে পত্র হীন গাছের ছায়ায়,
চৌকাঠ পেরিয়ে হয়নি কাছে আসা
অভিমানী সময় হয়েছে বাঁধা।
সময়ের ও দাবি আছে, আছে অধিকার
বুঝতে পেরেছো কি,
জানার ইচ্ছা জাগে নাই আর।
ছবি- নেট থেকে সংগৃহীত
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সময়ের বিচার চিরকালেই নিখুঁত!
সুন্দর কাব্যিক নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
সত্যি বলেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ আবেগময় অনুভূতির ছোঁয়া কবি আপু ভাল থাকবেন
হালিমা আক্তার
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
সময়ের এককাজ অসময়ে বিরহ
আসবাই যদি আসো ফাগুন রাঙ্গায়,
অচল কালে অচল দাবি নাহি আর মেলে দামি।
খুব ভাললাগা রইল ।
হালিমা আক্তার
ফাগুনের শুভেচ্ছা রইলো। শুভ কামনা অবিরাম।
ছাইরাছ হেলাল
সুন্দর শব্দ-চৌকাঠ আমরা ঠিকই পেরিয়ে এসে কবিতা-পাঠ নিলাম।
হালিমা আক্তার
চৌকাঠ পেরিয়ে কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
অনেক ক্ষেত্রে সময়ের বাঁধা অনতিক্রম হয়ে যায়।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।