
কতোটা কষ্ট পেলে একটি মানুষ
পরিপূর্ণ পাথর হয়ে যায়
কতোটা যাতনায় একটা মানুষ
আলাদা হয় ঘর থেকে জীবন থেকে
ঠিক কতোবার মরার পর একটি মানুষ
চিরতরে ভুলে যায় মৃত্যুর নাম
কখন হৃদয় পেতে দু’টো আঁখি
দিগন্তে তোলে করুণ আর্তনাদ
কখন তার কপাল চিঁড়ে বেরিয়ে যায়
ভালোবাসার কালো ফুসফুস।
কতোটা নিরাশায় একটি হৃদয়
আহাম্মকের মতো ভুলে যায়
শাড়ির নিচে ঘুমানো মাংস ও মদ
কখন মাঠের কোণে বাঁধা বিদ্রোহী ষাঁড়
শিং উঁচিয়ে ছিদ্র করে
পাপে পূর্ণ পৃথিবী পাঁজর পাকস্থলী।
কতোটা বেদনায় একটি পাখি
দুঃখের বৃষ্টিতে হেঁটে যায় পথ
অনঙ্গ-অন্ধকারে বাড়ে আনাগোনা
যেখানে অশ্রু আনে অন্যায় আদর
চেনা অচেনা হয় অচেনা হয় চেনা
নিরাশ্রিত গারদের চোখগুলোর মতো
সবাই সবাইকে জানে
অথচ থাকে না কারও জন্য কারও সমবেদনা।
দালান জাহান
১২.৯.১৯
সখিপুর।
৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কতোটা কষ্ট পেলে একটি মানুষ
পরিপূর্ণ পাথর হয়ে যায় রাইট
আরজু মুক্তা
আসলেই কষ্টে মানুষ পাথর হয়ে যায়!
সাবিনা ইয়াসমিন
কথায় আছে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। মন একবার পাথর হয়ে গেলে তাতে কোনো কিছু আটকে থাকেনা। সব কিছুই তখন সহজ হয়ে যায়, কেবল বেঁচে থাকা আর মরে যাওয়ার মাঝে কোনো পার্থক্য থাকেনা।
দালান ভাই, আপনি অন্যদের লেখাতেও যাওয়ার চেষ্টা করুন। তাদের লেখাগুলো পড়ে নিজের মতামত রাখুন। গ্রুপ বা ব্লগ সব ক্ষেত্রেই এটা জরুরী। আমরা যদি অন্য কারো লেখায় না যাই, তাহলে কি তাদেরও আমাদের লেখায় আসতে ইচ্ছে হবে? হবেনা। পারস্পারিক সুন্দর সম্পর্ক গড়া নির্মল মনের উদাহরণ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রেজওয়ান
সব চেয়ে কষ্টকর হলো- কেউ মারা গেলে আর নাম ধরে ডাকা হয় না বলা হয় “লাশ”!
নিতাই বাবু
হ্যাঁ, আমি নিজেই একজন পাথর মানব। তাই এখন আর কোনও দুঃখকষ্টই আমাকে গ্রাস করতে পারে না।