
গহীন অরণ্য ছুঁয়েছে ম্যাগনোলিয়া নিভৃতে,
নিশুতি বর্ষার জলে দিয়েছে আলতার ছাপ!
রুপালি আলোয় কচি পাতাদের উচ্ছ্বাস,
কাঁচপোকা জোছনায় মিলেমিশে হলো খাক!
শরতের শস্যক্ষেতে এসে আহ্লাদী শিশির,
আমাদেরো ডুবিয়ে দিল ময়ুরাক্ষীর জলে,
এখন পূর্ণিমা রাতে সেলেনের প্রেম খুব স্থির!
শেষ নদী মিসিসিপি ছুঁয়ে এলো প্রমত্ত পদ্মায়,
জলের স্পন্দন শুনে অপেক্ষায় বৃদ্ধ পাকুড়,
শুষে নিচ্ছে বুকে তার উত্তপ্ত রৌদ্রঝড়,
নেমে এসো তুমি এই কাঙ্ক্ষিত উষ্ণ ছায়ায়,
বেঁচে থাকি ছত্রাকে শৈবালে,
বেঁচে থাকি জমে যাওয়া সাইবেরিয়ার জলে,
আলিঙ্গনে সাইকাসের গভীরতম শিকড়ে,
বেঁচে থাকি দুজন নীহারিকার ক্ষুব্ধ আত্মায়,
এক লৌকিক বন্দরে; তবু আলোকবর্ষ দূরে!
সঞ্চিত নিস্তরঙ্গতা ভেঙ্গে নেমেছে বড় বান,
শুনি গর্জন অন্ধকারে উন্মত্ত চিতার মতোন,
ভাসছে দ্রুত এনডাইমিয়ন নিয়ে মেষপাল!
সন্ধ্যার পাখি উড়ে জ্যোতিষ্ক হবে,
কুমড়োর কচিপাতা তাই নাচে অবুঝ বাতাসে!
অন্ধকারে মিশে থাকে যেমন শ্বেতগন্ধী কাশ,
তুমি আমি বেঁচে আছি হয়ত সেভাবে,
বালুচরে জলকণা বাষ্পীভূত তপ্ত নিঃশ্বাসে!
তবু তুমি দুরন্ত স্রোত; উন্মনা এক তরঙ্গিনী,
মহাযুদ্ধের যোদ্ধা বনে গেলো পরিযায়ী পাখি,
কল্লোলিত হাওরে বাওরে,
তবু স্পষ্টত দূরবীনে তোমাকেই খুঁজে পায়নি,
সুনসান রাতে সরীসৃপের মত লাগাতার ঘটে
শংখচূড়ের নাচ; এই হৃদয়ের ছটফট,
তুমি বৃহস্পতির বুকে রুবি স্টোনের তীব্র ঝড়
দ্য গ্রেট রেড স্পট!
আকাশে এখনো উড়ছে কিছু অস্পষ্ট বিমান,
এয়ারপোর্টে কাঁচে উঁকি দেয় ক্লান্ত ফুলদানি,
মেয়ে তুমি জমিয়ে রেখোনা আর অভিমান!
বিন্দু বিন্দু ঘাসে কড়া লিকারের গাঢ় স্বাদ,
সামান্য লেমোনেডে দ্রবীভূত হোক না হৃদয়,
বন্দরে শঙ্খ বাজে; দিগন্তে লীন হচ্ছে জাহাজ,
ক্রমশ অস্বচ্ছ হয় দূরবীনে দেখা লেন্স,
মানবীর প্রেম মহাসাগরের চোখে আজো,
হয়ে আছে এক দুর্বোধ্য সাসপেন্স!
ছবি ক্রেডিট@ নিজস্ব
১৭টি মন্তব্য
বন্যা লিপি
অসামান্য অসামান্য অসামান্য…..এরপর আর মন্তব্যের ভাষা আমার বিলুপ্ত।
চোখের কোনে চিকচিকে জল আমার….
আমি তাই নিয়েই তৃপ্ত রয়ে যাই……
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ জানবেন। শুভকামনা সবসময়ই।
সাবিনা ইয়াসমিন
অনেক সুন্দর কবিতা। এমন কবিতায় মন্তব্য করা কঠিন।
বিন্দু বিন্দু ঘাসে কড়া লিকারের গাঁড় স্বাদ,
এখানে গাঢ় হবে না?
খাদিজাতুল কুবরা
এক কবিতায় শত দর্শন শুধু আপনার কবিতায়ই পাওয়া যায়। মান, অভিমানের মানদণ্ডে বরাবরই ভারী প্রেম!
প্রেম যদি থাকে তবে তা লেমনেডে ও দ্রবীভূত হতে পারে আবার পান, চুণ, খয়েরে ও হতে পারে।
দারুণ সব উপমায় সেজেছে কবিতা নিবিড় ঘরকন্নায়!
অসাধারণ কবিতার জন্য স্যালুট কবিকে।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ আপু। আমি বানান ঠিক করে দিয়েছি।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ কবিকে। মান অভিমান এর দর্শনের নামই হয়ত প্রেম। শুভকামনা @ খাদিজাতুল কুবরা
মনির হোসেন মমি
সুন্দর শব্দ চয়ণে বাক্যের মাধূর্যতা বাড়ে তেমনি একটি কবিতা। অনেক সুন্দর হয়েছে।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম। সত্যি ভালো লাগলো!
হালিমা আক্তার
“মেয়ে তুমি জমিয়ে রেখো না আর অভিমান”। কি সুন্দর আহ্বান। আপনার কবিতার শব্দ চয়ন এতো অসাধারণ। মন্তব্যের ভাষা খুঁজে ফিরি। শুভ রাত্রি।
সৌবর্ণ বাঁধন
অনেক শুভকামনা জানবেন। আপনাদের এই মূল্যবান মন্তব্যেই কবিতা গুলো লিখে রাখার উৎসাহ পাই@ হালিমা আক্তার।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ দাদা @ নিতাই বাবু
খাদিজাতুল কুবরা
সরি কবিতার মন্তব্য সাবিনার মন্তব্যের জবাব বক্সে পড়েছে। বুঝতে পারছি না। ফোন বেঈমানি করে নাকি আমি বেখেয়ালি। ইদানিং প্রায়ই এমন হচ্ছে।
সরি আবারও
হালিম নজরুল
এতটা ভাল লেগেছে যে মনে হচ্ছে আগে কোথাও পড়েছি কবিতাটি, ঠিক যৌবনে লাস্যময়ী ললনাকে দেখলে যেমন চেনা চেনা মনে হয়।
সৌবর্ণ বাঁধন
অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
আলমগীর সরকার লিটন
বিন্দু বিন্দু ঘাসে কড়া লিকারের গাঢ় স্বাদ,
চমৎকার অনুভূতির মুগ্ধতা ছুঁয়ে গেলো কবি দা ভাল থাকবেন
সৌবর্ণ বাঁধন
আপনাকেও শুভকামনা।