
হাসির দাঁতে- চাঁদ ঢেকেছে ঠোঁট;
মাটির পরশ আর কতখানি দোসর
সবই মাথার মুকুট ঝলসে উঠে-
নদীর পার কিংবা নদের বালুচর
হাসির কান্না এক অদ্ভুত গোধূলি বেলা
সন্ধ্যা যেনো আনন্দ মুখর ভোরের প্রত্যাশা
অথচ চোখ নুনের খনি সম্পদ;
নীরবে দীর্ঘশ্বাস গোপনে হেঁটে চলা-
কতদূর প্রণয়ের দোসর, সোনালি দেহের
খেলা, সংসার শ্রাবণ প্রাসঙ্গিক শেষ বেলা।
১৭ শ্রাবণ ১৪২৯, ০১ আগস্ট ’২২
৬টি মন্তব্য
হালিমা আক্তার
সন্ধ্যা কাটে বেদনা বিধুর, প্রভাতের আলোয় জীবন মধুর। সুখের প্রত্যাশায় দুঃখের নদী পার হতে হয়। চমৎকার লিখেছেন। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
বোরহানুল ইসলাম লিটন
অনন্য উপমার সমাহার কবি দা!
মুগ্ধতা রইল অশেষ!
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———-
হালিম নজরুল
কবিতা ও কবির জন্য শুভকামনা।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিম দা
আপনাকেউ অনেক শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন——