শেষ বিদায়

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ নভেম্বর ২০২০, শনিবার, ০২:০৯:৫৮অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

এসেছি এ ধরাতে অজস্র স্বপ্ন নিয়ে 

পারবো কি করতে পূরণ স্বপ্ন গুলো
নাকি মৃত্যুর দূত দেবে তা ভস্ম করে
জীবনে কত শত বন্ধন আছে, মৃত্যু
হলো যেতে হবে সকল বন্ধন ছেড়ে
কাঁদবে গো আমার আত্মীয় স্বজনরা
আমায় শেষ বিদায় দেওয়ার জন্য
নিয়ে যাবে শ্মশানে  হবে না ঠাঁই নীড়ে।
হবে না তো কখনো  কারুর সাথে দেখা
আমায় ডাকবে না কেউ নামটি ধরে
বলব না আর  কারুর সাথে আমার
মনের কোন কথা, হাসবো না আর কো
প্রাণ খুলে, দেখব না আর কোনো স্বপ্ন
কায়া ভস্ম ভাসবে মোর নদীর জলে।
রচনাকালঃ
২৭/১১/২০২০
৬৬৩জন ৫৬৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ