
চাওয়া-পাওয়ার বিড়ম্বনায় দোদুল্যমান যেখানে স্বার্থপরতা, সেখানে অপ্রত্যাশিত সার্থকতা হলো নিজেকে গুটিয়ে রাখা। ক্ষণস্থায়ী আনন্দলাভের মোহে কি দরকার বিরাগভাজন হবার?
আমি ভারমুক্ত হতে চাই অথবা সমভারে সবার সাথে এগুতে চাই। আসক্ত-অনাসক্ত গন্ডীর সীমা পেড়িয়ে হতে চাই নিষ্কলঙ্ক তৃপ্ত লেখক।
নিজের বস্তুনাশের দুঃখ নেই, কারো উপর অসন্তুষ্টির প্রকাশ নেই। আমি মুক্তি খেলার নির্মল আনন্দ লাভে মত্ত দূরাকাঙ্ক্ষায় ছুটোছুটি করা প্রবাহমান কালের হাতে বন্দী নই।
তাসের খেলাঘরে হৃদয়কে সঁপে দিয়ে আমি শুদ্ধ ভালোবাসাকে বিলাতে এসেছিলাম। যার বেড়ী পায়ে গেঁথেছি, বাসনা-মুঠিতে মিথ্যে ভ্রমে নাগালে পেয়েছি অহমের থালা।
জ্ঞান দিতে নয়-
চিরদিনের অভ্যস্ত পথে পাঁপড়ি ছড়িয়ে, সাবধানী বিবেচক মানুষের ভালোবাসাকে শেকলমুক্ত করতে এসেছিলাম। আমি সবকিছু ভুলে অহেতুক বিচার বিতর্কের বন্ধন ভাঙ্গাতে এসেছিলাম।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মহৎ প্রাণ, মহৎ ভাবনা,
কিন্তু এত দুঃখ কৈ রাখি!!
আহা বৃষ্টির মত চোখাতে ইচ্ছে করে!
তৌহিদ
দুঃখের শেষ নাই। মহৎকর্ম সাদা চোখে কেউ দ্যাখেনা কইলাম। মিত্র বিরাগীর অভাব নেইতো।
ধন্যবাদ ভাইজান।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া নিজের মতো করে সবকিছু বা সবাইকে পাওয়া যায় না এটাই চরম সত্যি । এটাকে মেনে নিয়েই চলতে হয়। তবুও আমরা চাই অন্তত যেটা আমাদের প্রাপ্য সেটুকু অন্তত আমরা দাবী করতেই পারি। বন্ধন থাকাটা সবক্ষেত্রেই দরকার মনে করি। কে কি বললো তা নিয়ে মন খারাপ করে লাভ নেই। মনের আনন্দটাই আসল। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
আসলেও নিজের মত করে সবকিছু ভাবতে নেই। যার পানি যেদিকে গড়ার গড়াক। আমার কি!
ভালো চাইতে নাই আপু। নিজের নিয়েই সুখে থাকার চেষ্টা করেও পারিনা।
আপনিও ভালো থাকুন আপু।
জিসান শা ইকরাম
অনেক সময় ভালোবাসাকে শেকলবন্দী করতে হয়।
একান্ত অনুভুতির প্রকাশ ভালো হয়েছে।
তৌহিদ
হ্যা ভাইয়া, সবাই ভালোবাসার মর্ম বোঝেনা। অপাত্রে দান না করাই উত্তম।
মন্তব্যে ভালোলাগা রইলো ভাইজান।
সুরাইয়া নার্গিস
চমৎকার অনুভূতির প্রকাশ ভাইয়া।
তৌহিদ
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়।
হালিম নজরুল
প্রত্যাশা আর প্রাপ্তির শতভাগ সেতুবন্ধন থাকলে পৃথিবীতে কোন দ্বন্দ্ব থাকত না। তবুও আমাদের হেঁটে যেতে হয় বন্ধুর পথে, অভীষ্ট লক্ষ্যে। আপনার সে যাত্রা নিষ্কণ্টক হোক, সেই প্রার্থনা রইল।
তৌহিদ
সমস্যা সেখানেই, প্রাপ্তি এবং প্রত্যাশার মেলবন্ধনকে জোড়া লাগানো সবার চোখে ভালো নাও লাগতে পারে ভাই। ভালোবাসার মর্ম কতজনেইবা বোঝে?
ভালো থাকুন ভাই।
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর কথামালা দিয়ে সাজিয়েছেন লেখাটা। ভালো লাগলো।
তৌহিদ
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার লেখা পাচ্ছিনা কেন?
ভালো থাকুন সবসময়।
এস.জেড বাবু
ক্ষণস্থায়ী আনন্দলাভের মোহে কি দরকার বিরাগভাজন হবার?
বলছি কি
কয়জন ভাবে এমন করে !
অসাধারণ লিখেছেন,
আপনার আগমন সার্থক হউক।
শেকল মুক্ত হউক ভালোবাসা।
তৌহিদ
সবাই ভাবেনা বলেই আমি বিরাগভাজন হচ্ছি অনেকের। ভালোবাসা দিয়ে মন জয় করার বৃথা চেষ্টা না করাই উত্তম। অনেকেই ভুল বোঝেন ভাই।
মন্তব্যে ভালোলাগা রইলো।
এস.জেড বাবু
যে যার মতোই ভালো
তৌহিদ ভাই উনার মতো করেই ভালো
তাই ভালোয় ভালোয় ভালো ই থাকুন ভালোমতো।
দোয়া অশেষ
প্রদীপ চক্রবর্তী
ভারমুক্ত হতে চাই অথবা সমভারে সবার সাথে এগুতে চাই।
সমভারে এগিয়ে চলুন দাদা। সেটা যেন হয় গন্ডীর সীমানা পেরিয়ে।
যা আস্তিন থেকে ভূগলোক।
ভালো প্রকাশ দাদা।
তৌহিদ
সমভাবে একপক্ষে হয়না দাদা, দুপক্ষকেই এগিয়ে আসতে হয়।
ভালো থাকুন দাদা। মন্তব্যে ভালোলাগা রইলো।
সাবিনা ইয়াসমিন
অহেতুক বিচার বিশ্লেষণের মধ্যে জড়িয়ে প্রত্যাশিত আকাঙ্ক্ষারা অপ্রত্যাশিত মৃত্যুর দ্বারে পৌঁছে যেতে পারে। ক্ষণস্থায়ী আনন্দের কারণে চিরস্থায়ী শান্তি নষ্ট করার নাম বেঁচে থাকা নয়। বেঁচে থাকতে হয় প্রত্যাশার জাল ছিন্ন করে। তবেই আসে সার্থকতা।
সুন্দর লিখেছেন তৌহিদ ভাই।
শুভ কামনা 🌹🌹
** অসক্ত-অনাসক্ত গন্ডীর সীমা পেড়িয়ে হতে চাই নিষ্কলঙ্ক তৃপ্ত লেখক**
এখানে সম্ভবত আসক্ত লিখতে চেয়েছিলেন।
তৌহিদ
ঠিক তাই, নিজের শান্তি সবার আগে। ভালো করতে গিয়ে, ভালো চাইতে গিয়ে নিজেই সবার চোখে খারাপ হবার কোন মানেই হয়না।
বানান ঠিক করে দিয়েছি। আপনার চোখে কিচ্ছু এড়ায়না!
ভালো থাকুন আপু।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আবেগের সুন্দর প্রকাশ — চিরদিনের অভ্যস্ত পথে পাঁপড়ি ছড়িয়ে, সাবধানী বিবেচক মানুষের ভালোবাসাকে শেকলমুক্ত করতে এসেছিলাম। আমি সবকিছু ভুলে অহেতুক বিচার বিতর্কের বন্ধন ভাঙ্গাতে এসেছিলাম। ধন্যবাদ ।
তৌহিদ
অনেক ধন্যবাদ ভাইয়া, মন্তব্যে প্রীত হলাম।
সুপায়ন বড়ুয়া
“আমি সবকিছু ভুলে অহেতুক বিচার বিতর্কের
বন্ধন ভাঙ্গাতে এসেছিলাম।”
আপনার মনোবাসনা পূর্ণ হোক।
শুভ কামনা।
তৌহিদ
এই কামনা সবার জন্য সবসময়। ভালো থাকুন দাদা।
আরজু মুক্তা
” না বুঝিলে, তাই বলে কি প্রেম দিবোনা!”
না বুঝুক, তবুও আমরা ভালোবাসা বিলাবো
তৌহিদ
অবশ্যই, ভালোবাসার বিকল্প আর কিচ্ছু নাই। ধন্যবাদ আপু।
মোহাম্মদ আলী
তাসের খেলাঘরে হৃদয়কে সঁপে দিয়ে আমি শুদ্ধ ভালোবাসাকে বিলাতে এসেছিলাম। যার বেড়ী পায়ে গেঁথেছি, বাসনা-মুঠিতে মিথ্যে ভ্রমে নাগালে পেয়েছি অহমের থালা।
প্রিয় কবি কথা গুলো ভালো লাগল
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ।