ব্লাকহোলের অন্ধজলে এক বুক সাগর শূন্যতায়
এখনও আমি সেই আগের মত, ডানপিটে কিশোর
ঝড় নেই
বাদল নেই
আর কোনও দিকে ভ্রূক্ষেপ নেই
হিমগিরির মত অচল দাঁড়িয়ে আছি তোমার আঙিনায়
এখনও তাকিয়ে আছি তোমার নীল নয়নের অপেক্ষায়
কখনও স্মৃতিরা উদ্বেল হয়
কাতর কণ্ঠে কাঁদে আসমানের নীলসিয়া
ডানা হারা পাখির মত
আমিও ভাসি বাতাসে ।
তুলার পেঁজার মত
মরুভূমির বালুকা রাশির মত
মহাসাগরের ধূসর ফেনার মত
আমার অপেক্ষার কাল প্রহর তবু শেষ হয় না !
তবুও আশার বসতি
বুকের খাঁ খাঁ জমিনে
এক ফোঁটা বৃষ্টির কোমল ছোঁয়ার মত
তেপান্তরের মাঠের সেই পঙ্খীরাজ ঘোড়ার মত
অমাবশ্যা রাতে হঠাত জ্বলে উঠা ধূমকেতুর মত
অকূল পাথারে ভাসতে ভাসতে কুঁড়িয়ে পাওয়া খড় খুঁটোর মত
আমার সকল শূন্যতা, আমার অপূর্ণতার সকল তিমির
সুবেহ সাদিকের মত
চতুর্দশী চাঁদের মত
গড়ে তোলে স্মৃতির মিনার!
মুহূর্তেই ভুলে যাই
না পাওয়ার যত কষ্ট, শূন্যতা শক্তি দেয়
সাহস দেয়
অমরত্বের ঠিকানা দেয়
এক হাঁটু জলে দাঁড়িয়ে কপালে এঁকে দেয় বিজয় তিলক
আমি হাসব কি কাঁদব; বুঝতে পারছিলাম না
হঠাত অপার বিস্ময়ে চেয়ে দেখি
এক জোড়া নীলপদ্ম হাতে
তুমি সেই আগের মতই আমার দিকে তাকিয়ে !!
১২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হঠাত অপার বিস্ময়ে চেয়ে দেখি
এক জোড়া নীলপদ্ম হাতে
তুমি সেই আগের মতই আমার দিকে তাকিয়ে !! -{@ (y) সুন্দর বাক্য চয়ণে ।
জসীম উদ্দীন মুহম্মদ
(3 -{@
খসড়া
নীলপদ্ম এত দূস্প্রাপ সে যখন তা হাতে এসেছে গ্রহন করুন
জসীম উদ্দীন মুহম্মদ
হাহা হা ——- (3 -{@
নুসরাত মৌরিন
বাহ্ আপনি দেখি নীল পদ্মের দেখা পেয়ে গেছেন!!সবাই এত খুঁজছি,পাচ্ছি না- আপনি কোথায় পেলেন বলুন তো? 🙂
সুন্দর কবিতা… (y)
জসীম উদ্দীন মুহম্মদ
একান্ত ভাবে মনের গভীর থেকে চাইলে আপনিও একদিন পেয়ে যাবেন নিশ্চয় —।। (3 -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
যাক পেলেন তবু। অপেক্ষায় অনেকে মিনার হয়ে যায়।
জসীম উদ্দীন মুহম্মদ
ধন্যবাদ ভাইয়া ।
স্বপ্ন
ভালো লেগেছে।
জসীম উদ্দীন মুহম্মদ
ধন্যবাদ স্বপ্ন ভাই ।
মোঃ মজিবর রহমান
এক জোড়া নীলপদ্ম হাতে
তুমি সেই আগের মতই আমার দিকে তাকিয়ে !!
কবি একেই বলে ভাগ্য বিধাতা!
জসীম উদ্দীন মুহম্মদ
ধন্যবাদ মজিবর ভাই ।