
শোন নন্দনী
কে তুমি
রাখো খবর
আমার উপর ।
কোন প্রাণের টানে
ক্ষণে ক্ষণে
সব কিছুতে
বেঁধে দাও সময়
এ কোন জনমের
অনাদায়ী প্রণয় ।
একি শাষন, শোষন
মনে হয় তারও আপন
তোমায় কি নামে ডাকি
কোথায় রাখি
যতন করে
প্রাণ ভরে
অন্তরে
মন্থরে ।।
তোমার তরে আমার সমুদয়
উজার করা অনাদায়ি প্রণয় ।।
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
থাক প্রণয় হৃদয়ে মন্দিরে। না থাকুক শাষন বারণ থাকুন ভালোবাসা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
ফয়জুল মহী
দারুন অনুভুতি, চমৎকার লেখা।
মুগ্ধতা রেখে গেলাম
কামরুল ইসলাম
ধন্যবাদ
আরজু মুক্তা
ভালো।হয়েছে কবিতা
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
নন্দিনী রা এভাবেই শাসনে, ভালোবাসায় সিক্ত করে, আবদ্ধ করে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
সুরাইয়া পারভীন
অদৃশ্য অস্পষ্ট অশরীরী নন্দিনীরা দুর্দান্ত দাপটে শাষণও শোষণ করে চলেছে। সুন্দর লিখেছেন
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
হালিম নজরুল
“এ কোন জনমের অনাদায়ী প্রণয়”
দারুন কথা।
কামরুল ইসলাম
ধন্যবাদ
উর্বশী
দৃশ্য মান নয়, তবুও চলে শাসন।নন্দিনীরা যে এভাবেই চলে।
ভাল লাগলো।লিখতে থাকুন,শুভ কামনা সব সময়।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা