শীতের বসন

এজহারুল এইচ শেখ ৩ জানুয়ারি ২০১৪, শুক্রবার, ১২:৫২:২০পূর্বাহ্ন বিবিধ ৫ মন্তব্য

তলায় জল ঠেকেছে,

শীতের পৌষ
হাঁটুর উপর কাপড় তুলে
এপারে ওপারে পা ভিজিয়ে যায়
মরে না একেবারে,

বেলা শেষে
তাপ মরে,বুকের উপর শাঁকো
পেতে অমরাবতীর দেশে যায়!

ওই একটা ভূমি,
না আছে কাদা না আছে দোয়াঁশ,
আকার থেকে
শুরু করে, নিরাকার জিভে চেটে
আদিম রিপুর খায় শ্বাস !

শিখর ছুঁয়ে
পেটের তলে লাগে,
রাতের
সহবাসের দাগ! কাপড় কোথায়?

কাপড়!
ঘুরে ফিরে সেই পসরা সাজায়
মাঙ্কি ক্যাপ!আদিম পুরুষ!

@ বাড়ি,
তারিখ-০২/০১/১৪
সময়-১০ঃ১৫ রাত

৭২৪জন ৭২৪জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ