শীতের পেটেই লুকানো ফাগুন

শাহ আলম বাদশা ১৪ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১২:০৪:০৪অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

শীতের পেটেই লুকানো যে ফাগুন
ঝরাতে পারেনা আর তো আগুন?
বসন্তেও শীতশীত লাগে বড় আজ
দেখো বসন্তের কিযে ক্ষীণ আওয়াজ!

শীত-বসন্ত হয়ে গেলো একাকার
কী মজা কী মজা কিযে মজাদার।
ছয়ঋতু ক্ষয় হবে আমাদের দোষ
গাছ কাটো, ভরাও নদী নন্দঘোষ!

বাসন্তীরঙ্গে মেশে শীতের চাদর
কী মজা, শুরু হোক বিষ্টিও ঝড়?
কোথায় ফুল আর ঝরাপাতার নাচ
ঋতু আজ কয়টি গো, ছয় নাকি পাঁচ।
ঋতুরাজ বসন্ত এখনো কি রাজ
যদিও আমরা সাজি বাসন্তী সাজ?
হরতালে লোক পোড়ে, কান্নার রোল
তবুও নাচি আমরা কিযে কোলাহল!

হায় সেলুকাস হায়, কী বিচিত্র দেশ
ধ্বংসেও খুঁজে পাই যে, আনন্দলেশ!!

৫০২জন ৫০২জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ