শীতার্ত শরীর

সঞ্জয় মালাকার ২৮ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০২:৩৫:২৯পূর্বাহ্ন এদেশ ১৭ মন্তব্য

শীত!
কথা বলো একবার, নয়নে নয়ন রেখে!
নয়নে তাকিয়ে থেকে, এই যে তুমি নিয়ে এলে গহীনের শীত – শীতার্ত শরীরে
ক্ষণে ক্ষণে! টেনে হিঁচড়ে অসহায় শীতার্ত মানুষের ধারে
ভালোবাসা – বাসির ফাঁদে ফেলে।

শীত!
তুমি এলে পথ আগলে, দাঁড়াও তুমি গায়ে গা ঘেঁষে ঘেঁষে
তীব্র শীতে চুবিয়ে /ডুবিয়ে
ক্রমাগত বাংলা – বাঙালীরে যন্ত্রণার স্রোতে জিইয়ে রেখো!
কিংশুক বনের একটুখানি আগুনে আগুন – ছুঁয়ে দেবে বলে বলে।

শীত!শয়তানি তুমি, রক্ত ঠোঁটে পেরিয়ে এই যে দাঁত দেখা যাচ্ছে
বুক জড়ানো এক শীতার্ত শরীরে!
শয়তানি তুমি আগুনে ভালোবাসার কথা না-কি
ভাবতে বসেছে, শীতার্ত মানুষ কি করে বাঁচবে তোমার হাত থেকে ।

শীত!
ঝাটকা মেড়ে দাঁড়াও এসে – শীতার্ত মানুষের চোখে নখ ফুটিয়ে,
পালাতে চেয়েও পালাতে পারেনি – পারেনি
তোমার হাত থেকে বাঁচতে!
ঝাটকা মেড়ে ধরে শীতার্ত শরীরে –
পথের ধারে থাকা সেই মানুষ গুলোকে।

শীত!
বেজোড় জীবনের তপ্ত রোদ গা মেলে –
জোড়া শালিক -শিসের উজ্জ্বল উষ্ণতার খুনসুটি
আর আসে না এই শীতার্ত শরীরে।

 

ছবি – ফেইসবুক থেকে    //

১৪১৮জন ১৩০৫জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ