আমাদের দেশে শিক্ষিত সমাজ বলি আর বুদ্বিজিবি বলি তাঁদের নৈতিকতা  ও মানবিক উন্নতি আদও হবে কি? আজ আমাদের দেশে শিক্ষিত ও বুদ্বিজিবিরা তাঁদের মতামতে অনেক বিভেদ তৈরি করেছে। আমাদের দেশের শিক্ষিত সামাজের কারজকলাপঃ

আজ আমলা, রাজনিতিবিদ, শিক্ষক, পুলিশ দেশের সব সেক্টরে ই শিক্ষিত সমাজে আজ অনৈতিক, দুর্নীতি, অবৈধ আইনের ব্যাবহার এই শিক্ষিত সমাজই করছে।

০১. দেশ পরিচালনায় তারা দুর্নীতি ।

০২. শিক্ষিত ব্যাক্তির শিক্ষাক্ষেত্রে দুর্নীতি

০৩. শিক্ষিত পিতামাতার নকল করতে সন্তানকে সহায়তা।

০৪. মানুসের বাচার জন্য খাবার নকল করে এই শিক্ষিত সমাজ।তেঁতুলের চাটনি, বরুই চাটনি, দই, মিষ্টি।

০৫. নকল মেডিসিন তৈরি।    

নকল প্রাণঘাতী মেডিসিন তৈরি করছেন শিক্ষিত ব্যাক্তিবর্গ।

  •                                                      যে ডিম বড় ও খোসা মসৃণ না। তাই নকল। আসল ডিম আকারে ছোট ও খোসা মসৃণ।

নকল ডিম ভাঙ্গলে কুসুম ও সাদাংশ মিশে জায় আর আসল ডিম ভাঙ্গলে কুসুম ও সাদাংশ আলাদা থাকে যা দৃশ্যমান।

অবৈধভাবে তৈরি রাইস স্যালাইন। যা মানুষকে রোগমুক্ত না করে  মিত্যুতে পতিত করবে।

চলচ্চিত্র দুইনাম্বারি।

নকল সার্টিফিকেট

আমার দেশের পা ফাটা চাষা কন দুর্নীতি ও কুকর্মের সঙ্গে জড়িত থাকেনা। তারা আবাদ সোনার ফসল ফলায়, গান গায়, ঘুমায়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেনা।

সব ধর্মের সমান বসবাস বিরাজ করে।

 

৭৪২জন ৭৪১জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ