শিকার

নীলাঞ্জনা নীলা ১৮ মে ২০১৬, বুধবার, ০৯:২৭:২৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৪ মন্তব্য
প্রতিবাদ...
প্রতিবাদ…

যখন গল্প ঢেউ তোলে সমুদ্র আরোও প্রতিবাদী হয়
নিরাপত্তার বেষ্টনী ঘিরে যতোই খেলা করুক না কেন হংস-মিথুন
জলের মধ্যে সৃষ্ট ভূমি দৈর্ঘ্য-প্রস্থে এক হয়ে যায় জোতদারের হুমকিতে।
তখন মাছের নিষ্প্রভ চোখ কিছুই বলেনা।
আগুণের উপর শুয়ে খাদ্য হবার অপেক্ষা করে।
বোকা মানুষ জানেনা চাইলেও মানুষকে ধরে রাখা যায়না যুদ্ধক্ষেত্রে
‘হয় মারো, নয় মরো।’
তবে চোখের পলকে শিকার করা যায় মাছের জীবন
অতলান্ত আগুণ-জলে বারবার ফিরে আসে খাদ্য হয়ে
মানব সৃষ্ট জাল নিরাপত্তাবেষ্টিত পুকুর কিংবা সমুদ্রে ফেলে
লাশ ওঠে,
কোনো একজন প্রতিবাদী মানুষ, যার খাদ্য হয়েছিলো জলের মাছ।

 

হ্যামিল্টন, কানাডা
১৭ মে, ২০১৬ ইং।

**আমাদের সমাজ-ব্যবস্থা শুদ্ধ আবেগকে এতোটাই অপমানিত করছে যে, মানুষ নামের পশু হয়ে গেছি। আর গিলে চলছি মনুষ্যত্ত্বকে। যারা পথ দেখাতে আসে, তাদেরকে নর্দমায় ফেলে দেয়া হয়, আর যারা অন্যায়কে প্রশ্রয় দেয় আমরা তাদেরকেই বাহবা দেই। মাঝে-মধ্যে ভাবি আমরা আসলে কি সত্যিই সৃষ্টির সেরা জীব নাকি সেরা পশু?

৫৩৪জন ৫৩৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ