
শ্রাবণের বিদায়ের বিরহী সুরে
এসেছে শরৎ রানী,
কবির ভাবনায় কাব্য লেখা
হবে কিনা কে জানি।
প্রকৃতির রূপে মোহিত আজি
হৃদয়ে বাজে বিনা,
রোদ-বৃষ্টির লুকোচুরিতে
ধূসর শাড়ি মেঘ পরেছে,
নেই ডাকাডাকি,
বজ্রের চোখরাঙানি।
বাতাসে দোলে, শুভ্রতার ছোঁয়া
নদীর তীরে কাশফুল ভরা,
ঘোমটা টানা লাজ বধু
আঁচলে বাঁধি ভোরের শিউলি
হেলেদুলে তার রূপের পরশ
বুলায় অঙ্গে মাখি।
রাতের আকাশে তারার সাথে
চাঁদের মিতালী,
জোনাকিরা হেসে কুটি কুটি
এসো আজ তবে মুঠো মুঠো
সুখ বিলাই , শরতের প্রভাতে।
ছবি- নেট থেকে সংগ্রহ।
১৯টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শরতের দোলা
বাংলার প্রকৃতি চির মনোহরা
কবি মন যা অনায়াসে করে পথভোলা।
আন্তরিক শুভ কামনা রইল নিরন্তর।
হালিমা আক্তার
আপনার জন্যও শুভকামনা রইলো। ভালো থাকবেন।
রিতু জাহান
আহ! শরৎ বন্দনা।
শরতে পেঁজাতুলো মেঘের দলে মিশে যাক মনের সকল ভাবনা,,,
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
শরতের বিদায় অনেক শুভেচ্ছা রইল কবি আপু
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
বাহ! বেশ।
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
শরতে আপনিও স্বাগত, আমরাও অপেক্ষায় চাঁদের মিতালিতে জোনাকির হাসি।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
আরজু মুক্তা
শরৎ হচ্ছে শুভ্র ঋতু।
শরৎ কাব্য ভালো লাগলো
হালিমা আক্তার
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো । ভালো থাকবেন।
রেজওয়ানা কবির
শরতের সমারোহতে হারিয়ে গেলাম। সাথে প্রকৃতি থাকলেতো কথাই নেই!!! ভালো থাকবেন আপু।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো। আপনিও ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
ঋতুরানী শরৎ এসেই গেলো সোনেলায়!
শারদীয়ার মহাসমারোহ দেখতে পাচ্ছি কবিতায়।
ভালো লাগলো। শরতের শুভ্র শুভেচ্ছা আপনাকেও।
ভালো থাকুন 🌹🌹
হালিমা আক্তার
আপনার প্রতিও রইলো শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা সুখ — জোনাকিরা হেসে কুটি কুটি
এসো আজ তবে মুঠো মুঠো
সুখ বিলাই , শরতের প্রভাতে।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো আপা।