প্রশ্ন গুলো কেমন তরো?
শব্দগুলো কোথা হতো লই যোগাড়ে?
বিশ্বাসের ভীতে লাগলে ঘুন, বোঝাই…. এমন শব্দ পাবো কই?
আকন্ঠ ডুবে থাকা পিপাসার কলসি।হাতরে ফেরে তৃষিত শব্দের অপূর্ণতা।
ভান্ডার বড় সংকীর্ণ। হতাশা আর পিপাসা গলা জড়াজড়ি করে অপূর্ণতা
আকন্ঠ গিলে উঠি, হই বেসামাল,গিলতে গিলতে শব্দেরা এসে দখল নেয় মস্তিষ্কের
বসে গ্যাট্ হয়ে।খেলা করে আমার সমস্ত আঙুল গুলো নিয়ে।
গহীনের গভীরে লুকিয়ে থাকা একটা ছোট্ট কুঠুরীর চিলে কোঠায়,
হঠাৎ চোর গলি দিয়ে ঝাঁপিয়ে আসে রোদ্দুর!!
যেমন করে আসে দীর্ঘ রাত্রি শেষে শীতার্ত সকালে মিঠে রোদ
আমি আলোকিত হই,হই নিরুত্তাপ রৌদ্রের দহনে উষ্ণ শব্দের অধিকারী
সাদা পৃষ্ঠার বুকে ফুটে ওঠে তখনই কালো অক্ষরের বর্নিল শব্দমালা।
প্রশ্নেরা থাকুক না হয় দিশাহারা!! শব্দেরা থাকুক আমার পাহারায়।।
আমার পিপাসা বেঁচে থাকুক না হয় আজন্ম পিপাসার খোঁজে!!!
২২টি মন্তব্য
তৌহিদ
শব্দ আসলেই বর্মের মত, ঢাল হয়ে থাকে। লেখায় শব্দই বলে দেয় লেখাটি কেমন হবে।
শব্দেরা আলোকিত করুক আপনার আমাদের সকলের লেখাকে। ভালোলাগা রেখে গেলাম আপু।
বন্যা লিপি
বেশ বললেন কিন্তু!!! মনে ধরেছে শব্দের বর্ম… শব্দ। অনৃপ্রানিত হলাম ভীষণ।শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
শব্দ পাহারাদার ! ফুটুক শব্দ গুলো ফুল হয়ে, তোমার আঙ্গুলের ছোঁয়ায় প্রান নিয়ে হেসে উঠুক সাদা ক্যানভাসে।
ভালোবাসা বন্যা।
বন্যা লিপি
ফুটুক তবে। তুমি যখন দোয়া করছো! শুভেচ্ছা তোমাকে।
মাহমুদ আল মেহেদী
শব্দগুলো যে ঝনঝন শব্দের মালা সেজে
কবিতা বা গান হয়ে আসে আমাদের মাঝে ।
বন্যা লিপি
নিরন্তর শুভ কামনা, শুভেচ্ছা। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
শব্দেরা থাকুক তোমার ভিতর বাহিরে,
অক্ষর হয়ে প্রকাশ পাক, পুর্নতা পাক।
ভালো লেগেছে।
বন্যা লিপি
অনেক অনেক কৃতজ্ঞতা, শুভ কামনা শ্রদ্ধা রইলো।
নিতাই বাবু
খুঁজতে থাকি শুধু খুঁজতেই থাকি, শব্দ আর শব্দ। পেয়েও যাই অজস্র! কোনোটা পড়ার মাঝে, কোনোটা আবার কথায়।
আপনি লিখতে থাকুন শ্রদ্ধেয় দিদি। আমি খুঁজতে থাকি। ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো।
বন্যা লিপি
আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি সুন্দর করে বললেন। অনুপ্রানিত হই।ভালো থাকবেন সবসময়।
শুন্য শুন্যালয়
শব্দের এমন হাহাকারই জন্ম দিতে পারে আরো আরো বেশি শব্দ, যা আপনাকে পড়েই আমরা বুঝতে পারি।
তবে শুধু লিখে গেলেই তো হবেনা, আমাদেরও উপায় বাতলে দিতে হবে, না মানে শুধু আমাকে দিলেই চলবে। কাওকেই খুব শব্দ কষ্টে আছে বলে মনে হচ্ছেনা, আমি ছাড়া।
আঙ্গুলের খেলায় এমনি করে নেঁচে উঠুক শব্দরা। পাহারায় রাখুক আজীবন। ভালো লেখেন আপনি।
বন্যা লিপি
মনে হয় আমি ভুলই করেছি। আইডি করার সময় যদি আপনার মতো অথবা অনেকের মতোই আশ্রয় নিতাম শুন্যের, হাওয়া থেকে ধরা নাম আর প্রো পিকের!!!!! উচিত হ্য়নি একদম উচিত হয়নি। আগে বলুন তো,এই আড়ালের বেনিফিট কি? আমাকে আগে বুঝিয়ে দিন, ছদ্মবেশে থাকার লাভটুকু বুঝিয়ে দেবেন। প্রেরনার জন্য এবং আপনার সতঃস্ফুর্ত উপস্থিতিটুকু ভীষণ অন্তর ছুঁয়ে গেলো। নিরন্তর শুভেচ্ছা। ভালোথাকবেন।
প্রহেলিকা
পরিপক্ক একটি কবিতা। ভাল লেগেছে।
বন্যা লিপি
অনেক অনেক কৃতজ্ঞতা, এবং শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
হতাশার মাঝেই শব্দেরা আপনার হাতের খেলনা হয়ে সাজায় শব্দের ডালা।
শব্দের ভান্ডা্র ডালায় ডালায় হোক শব্দ মালা
আপনি যে শব্দ খাদক তা কবিতায়
শব্দের শব্দের বুননে বুঝা যায়।
শব্দ আসুক গান গাক, পড়ে যায় নিরবে।
বন্যা লিপি
এটা বেশ বললেন….. শব্দ খাদক, বাহ্… আমি শব্দ পিপাসু এটুকু বলতে পারি। শব্দেরা সহজে ধরা দিতে চায়না আমায়…… বড় যন্ত্রনা হয় তখন। ভুগি খুব শব্দের অভাবে। নিরন্তর শুভ কামনা আপনার জন্য।
ছাইরাছ হেলাল
শব্দদের এই দখল দখল খেলা চালু থাকুক
আমরা যেন পাই শব্দে শব্দ-শব্দ খেলা।
বন্যা লিপি
যথাযথ প্রচেষ্টায় আছি /বা থাকি শব্দ আঁকড়ে ধরে রাখতে। অনুপ্রেরনায় পাশে পাই, এটুকুতেই উৎসাহ বাড়ে। অনেক অনেক শুভ কামনা।
মেহেরী তাজ
এমন লেখার জন্ম দিয়েও হতাশা কেনো জায়গা পাবে? পিপাসা টা থাকুক তার জাগয়ায়।
সুন্দর করে লিখেন আপনি।
বন্যা লিপি
“তবুও….তবুও একটা “তবুও”থেকেই যায়!!হাজার কথার মাঝখানে রেফের (/) মতোন নিরবধি একটা তবুও থেকেই যায় “আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং শুভ কামনা।
সুরাইয়া পারভিন
ঝনঝন শব্দের কোলরবে মুখরিত করুক আপনার মস্তিষ্ক।আরো আরো নতুন নতুন শব্দে শব্দে চমৎকার কবিতার জন্ম হোক
বন্যা লিপি
আপনাকে কি বলি বলুন তো! আমি যারপরনাই আশ্চর্যান্বিত,আনন্দিত কেমন করে আপনি আমার লেখা খুঁজে খুঁজে পড়ছেন! ভাবতেই ভালো লাগছে। অনেক অনেক ভালবাসা আপনাকে।