
ছোটবেলা থেকেই নতুনত্বের প্রতি আগ্রহ ছিল বেশি। তাই সবসময় নতুন কিছু পাওয়ার জন্য অনেকটাই মোহগ্রস্ত হয়ে পড়তাম। বন্যপ্রাণী গবেষক ও আলোকচিত্রশিল্পী আদনান আজাদ আসিফের হাত ধরে প্রথম সাতছড়ির সবুজ বনে যাই। ভোর ৬টায় আমরা সাতছড়ি পৌঁছলাম। নতুন বন ও বনের রাস্তা দেখে ভালো লাগল। সবুজে ঘেরা বনে প্রকৃতির সঙ্গে মিশে গেলাম। প্রায় ৮৯টি সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারের গোড়ায় পৌঁছলাম। বেশ খানিকটা পথচলা ও সিঁড়ি বেয়ে উপরে উঠার পর অনেকটা ক্লান্ত অনুভব হলো। তাই ওয়াচ টাওয়ারের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
যাত্রা পথে আদনানের কাছে বনের গল্প শুনে বেশ উত্তেজিত ছিলাম। হরেক প্রজাতির পাখি এই বনে বিচরণ করে। যা দেখবো আর ছবি তুলবো সবই আমার কাছে একেবারে নতুন। টাওয়ারে উঠার পর ভোরের আলো ফুঁটে উঠলো। ওয়াচ টাওয়ারের পাশেই কাঁটাযুক্ত মান্দার গাছে হরেক প্রজাতির পাখি ফুলের মধু খাচ্ছে। বেশ কিছু প্রজাতির পাখির ছবি তুললাম। হঠাৎ করে মান্দারের ফুলে এক দল পাখি বসলো। পাখিগুলো দেখে উত্তেজনা বেড়ে গেলো। তাদের ফ্রেম বন্দী করলাম। পরে আদনানের কাছে পাখিগুলোর পরিচয় জানলাম এরা লটকনটিয়া বা লেজকাটা টিয়া।
লেজকাটা টিয়া ১৪ সে.মি. দৈর্ঘ্যের Psittaculidae পরিবারের অন্তর্ভুক্ত Loriculus শ্রেণির ছোট আকারের গোলগাল দেহের একটি টিয়া পাখি। এদের ঠোঁট লাল এবং আগা হলুদ। দেহ সবুজ। কোমর লাল রঙের। চোখ বাদামি-পীতাভ ও মাঝখানটা কালো। পা ও পায়ের পাতা ফিকে-কমলা। নখ কালচে-বাদামি। ছেলে ও মেয়ে পাখির চেহারায় ভিন্নতা আছে। মেয়ে পাখির গলার নীলকান্তমণি পট্টির সাহায্যে সহজে পুরুষ পাখি থেকে আলাদা করা যায়। প্রাপ্তবয়স্ক পাখির চোখ বাদামি ও কোমর লাল। লেজের উপরি ভাগের ঢাকনা লাল-সবুজে মেশানো। দুই ডানা যখন আবৃত থাকে তখন লেজের উপরিভাগে লাল রং স্পষ্ট দেখা যায়। এদের লেজ খাটো বা ছোট বলে ‘লেজকাটা টিয়া’ পাখি বলেও পরিচিত।
লটকনটিয়া আদ্র পাতাঝরা ও প্রশস্ত পাতাওয়ালা চিরসবুজ বনে বিচরণ করে। গাছের মগডালে এদের বেশি দেখা যায়। সমুদ্রসমতল থেকে ১৮০০ মিটার উচ্চতা পর্যন্ত এদের দেখা যায়। সচরাচর পারিবারিক দলে কিংবা সর্বাধিক পঞ্চাশটি পাখি ঝাঁক বেধে থাকতে দেখা যায়। বনের ফলজ গাছে এরা ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়ায়। এদের খাদ্যতালিকায় রয়েছে বন্য ডুমুরের নরম ফলত্বক, রসালো ফল, বাঁশ বীজ ও ফুলের মিষ্টি রস। ঝুলে থাকতে এরা পছন্দ করে; গাছের ডালে উল্টো করে ঝুলে বিচরণ করে, খাবার খায়। বাদুড়ের মত উল্টো ঝুলে বিশ্রাম নেয়। অনেক সময় খাবারও উল্টো ঝুলে খায়। ওড়ার সময় চিটচিট শব্দে ক্রমাগত ডেকে যায়।
সাধারণত জানুয়ারি থেকে জুন লটকনটিয়ার প্রধান প্রজনন ঋতু। স্থানভেদে প্রজনন মৌসুমে ভিন্নতা দেখা যায়। এসময় মরা গাছের গর্তে এরা বাসা বানায়। বাসায় সবুজ পাতার পত্রফলক বিছিয়ে বসবাস করে। নিজেদের বানানো বাসায় এরা ৩-৪টি সাদা রঙের ডিম দেয়। পুরুষ ও মেয়েপাখি মিলে ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়।
লটকনটিয়া বাংলাদেশে দুর্লভ আবাসিক পাখি। এরা লোকালয়ে আসে না। চট্টগ্রাম ও সিলেট বিভাগের চির সবুজ বন ও বনভূমিতে পাওয়া যায়। এছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারত, নেপাল, মিয়ানমার, চীন, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম এদের মূল আবাস।
বাংলা নাম: লটকনটিয়া বা লেজকাটা টিয়া
ইংরেজি নাম: Loriculus vernalis.
বৈজ্ঞানিক নাম: Vernal hanging parrot
ছবিগুলো সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা।
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এ জন্যই আমাদের এদিকে এ পাখিটি দেখতে পাই না।
আসিফ সাহেব কে ফলো করে রাখলাম।
মোঃ মজিবর রহমান
প্রায় ৮৯টি সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারের গোড়ায় পৌঁছলাম। বেশ খানিকটা পথচলা ও সিঁড়ি বেয়ে উপরে উঠার পর অনেকটা ক্লান্ত অনুভব হলো। তাই ওয়াচ টাওয়ারের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিলাম।
স্বাভাবিক ক্লান্ত হয়া ৮৯ সিড়ি কম!!
ভাল লাগ্ল দুসসা্্িক যাত্রা।
সাবিনা ইয়াসমিন
আমি এখন অনেক পাখিই চিনতে পারি। কিছু পাখির নামও বলতে পারি যা আগে পারতাম না। এর জন্যে ক্রেডিট সব আপনার। আপনি আমাদের পাখি গুলো এত সুন্দর করে দেখিয়ে-চিনিয়ে দিচ্ছেন বলেই এটা পারছি। 😊😊
আপনি ব্লগে এখন খুব খুব কম আসছেন ভাইয়া। সাপ পাখি ছাড়াও আপনার গল্প লেখা পড়ার প্রতিও আমাদের কম আগ্রহ নেই। ব্যস্ততা কমলে অন্যান্য বিষয়ে লেখা দিবেন প্লিজ।
অনেক ভালো থাকুন। শুভ কামনা নিরন্তর 🌹🌹
ইঞ্জা
এর আগেও বাংলাদেশের টিয়া যা প্যারট আর প্যারাকিট নিয়ে আপনার সাথে আলোচনা হয়েছিলো, যতদূর সম্ভব বলেছিলেন লটকন টিয়াই বাংলাদেশে একমাত্র প্যারট বাকি গুলো সব প্যারাকিট, ঠিক বলছি কি ভাই, পারলে সব প্যারট ও প্যারাকিট নিয়ে আপনার একটি লেখা ব্লগে দিন, সবাই একবার চিনুক।
ধন্যবাদ ভাই, খুব সুন্দর পোস্ট দিলেন।
শামীম চৌধুরী
জ্বী লটকন টিয়াই হচ্চে প্যারোট। বাকি সব প্যারকিট। জ্বী ভাইজান সব টিয়ার সাথে আপনাদের মিলন ঘটিয়ে দেবো।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম ভাই।
তৌহিদ
দুর্লভ পাখি!! তবে এটি টিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত তা আজই জানলাম আপনার লেখায়। পাখি সম্পর্কিত আপনার লেখাগুলো আমার দারুণ পছন্দের ভাই। লিখুন, আরো লিখুন।
শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
আমাদের বরিশালে এই লেজকাটা টিয়া পাখি নেই,
গহীন বন নেই, একারনেই হয়ত।
আর একটি প্রজাতির টিয়াকে চিনলাম,
ধন্যবাদ ভাই আপনাকে।
শুভ কামনা।
ইঞ্জা
ভাইজান এইটা বাংলাদেশের একমাত্র প্যার, বাকি গুলো প্যারাকিট জাতের, মানে ক্রসব্রিড।
প্রদীপ চক্রবর্তী
আপনার প্রতিটি পোস্ট আমি মন দিয়ে পড়ি।
অজানা কিছু জানতে পেরে সত্যিই আমি মুগ্ধ।
এরূপ পোস্টের জন্য ধন্যবাদ দাদা।
শামীম চৌধুরী
সবাইকে ধন্যবাদ।
আরজু মুক্তা
ভালো লাগলো।
চাটিগাঁ থেকে বাহার
আপনাকে পাখি বিষেশজ্ঞ মনে হচ্ছে। সম্প্রতি আমি দুটি পাখি কিনেছি, বাসার জন্য । ওরা বলছিলো লাভ বার্ডস। সঠিক জানিনা।
কালকে আরো কিনবো।
আপনার লেখাটি ভাল লেগেছে। তবে সাতছড়ি কোথায় এটা জানতে আমাকে গুগলের আশ্রয় নিতে হয়েছে!
মনির হোসেন মমি
এ টাতো মনে হয় ছোট বেলায় আমি আমাগো বাড়ীর গাছে বাসা বাধতে কত দেখেছি। যাক আপনার কাছ থেকে অনেক কিছুই জানলাম। খুব সন্দর পোষ্ট।