লাশ

সঞ্জয় মালাকার ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:৪৯:১৮অপরাহ্ন এদেশ ২০ মন্তব্য

 

নিমিষেই তুই শেষ,
নিঃস্ব তোর ওই ভিটেমাটি
পোড়ে হলে ছাঁই!
জমের ঘরের জিয়ন্ত মানব –
লাশের বিছানায়।
ঘর হয়েছে শ্মশান ঘাট
মন হয়েছে চিতা,
জ্বলতে জ্বলতে সর্বহারা
সবি কিন্তু মিথ্যা!
পুড়েছে ঘর পুড়েছে মন
স্বার্থ লোভী মানব,
আনন্দের দিন গুলোও আজ
মৃত্যুর আফসোস!
লাশ হয়েছে দুই-চার জন
শয়ে শয়ে ছাঁই ,
স্বাদের এই শরীর ক্ষানি
লাশের বিছানায়!!

১১৯৯জন ১০৯৫জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ