সোজা রেললাইন
মাঝে একটু আধটু বাকা
দু পাশ তার বস্তিতে ঘেরা
মুরগির গিলা কলিজা বিক্রি করছে কিছু
নারী
দশ বছরের যে মেয়েটা হাত গুলু আনারী
তার পাশেই গাজার পসরা সাজিয়েছে অন্য
এক নারী
কাচা তামাকের তীব্র যে ঘ্রান
শিশু মস্তিষ্ক করছে ক্ষত বিক্ষত
তেমন করে মদ খোর বাবার কান্ড
করছে মেয়েকে অসংযত
দু ছেলে মেয়ের অন্ন যোগাতে
তাদের মা শাড়ি খুলে রোজ
পরপুরুষের যৌনতায়
নিজের ইচ্ছার সাথে যুদ্ধ করে
সতীত্ব হারায়
তার কি রেখেছ কেউ খোঁজ ?
সল্প কিছু টাকার বিনিময়ে
তুমি মানব তার ইজ্জত কর লুণ্ঠন
ভেবে নাও তোমার পাপ হয়নি
ঘামের টাকায় লালসা মিটিয়েছ
তুমি কি জানো সেও ঘাম জরায়
ভয়ানক মৃত্যুর ভয়
সাথে নিয়ে ঘুড়ে বেড়ায়
আজ অনেক বানান ভুল,
১৪টি মন্তব্য
রিমি রুম্মান
লেখাটি সুন্দর। বাস্তবতা নিয়ে। বানানে কিছু টুকটাক ভুল আছে যদিও।
হৃদয়ের স্পন্দন
নারী শব্দ টাকে ইচ্ছে করে নারি লিখেছি, সাথে অন্যান্য ভুল আছে, শুধু নারি শব্দটাই ইচ্ছাকৃত, অনুভব থেকে লেখা বলেই হয়তো
সঞ্জয় কুমার
সুন্দর হয়েছে ।
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপনাকে, পড়ে মন্তব্য করার জন্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ (y) বাস্তব।
হৃদয়ের স্পন্দন
আপনি মন্তব্য করলে আরো কিছু লেখার সাহস পাই \|/
ব্লগার সজীব
বাস্তবতা নিয়ে লেখা, ভালো হয়েছে খুব।
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপলোড করা হইলো
শুন্য শুন্যালয়
খুব সুন্দর লেখা তবে হুম অনেক বানান ভুল। বুঝেও সে বোঝেনা কি আর করার!!
হৃদয়ের স্পন্দন
হ্যা আপু না বুঝলে কি আর করা, নারী কে ইচ্ছাকৃত নারি লিখেছি, এটা ব্যাতিত বাকি ভুল ইচ্ছাকৃত না আর পোষ্ট শেষ লাইনে বলেছি ভুল বানান আছে
স্বপ্ন নীলা
সুন্দর হয়েছে
হৃদয়ের স্পন্দন
শুভেচ্ছা নিবেন, হ্যাপি নিউ ইয়ার, উতসাহ পেলাম :v
মেহেরী তাজ
মনে দাগ কেটে গেলো ভাইয়া।
হৃদয়ের স্পন্দন
যাক, সান্ত্বনা পেলাম, শুভ কামনা জানবেন আপু