ইহা একটি সম্পূর্ণ নির্ভেজাল বরিশাইল্লা দুই সহপাঠি মেল/ফিমেল বন্ধুর রম্য কথন। দয়া করিয়া পাঠকবৃন্দ নির্মল আনন্দ ব্যাতিরেক কেঁচো খোঁড়াখুঁড়ি করিবার চেষ্টা করিবার অহেতুক কসরৎ করিলে নিজ দায়িত্বে করিবেন। বিপরীত মন্তব্য কঠোরভাবে নিষিদ্ধ।
Love U
: ওয়া কও কি?এতদিন পর ? হঠাৎ তোর কি মনে অইলে?
–লাভ ইউ কি জান না!!😘😘।
পেমের কি সময় বেসময় আছে??
: হেয়া তো জানি, তয় এহন তো ভিরমী খাই
কেন সোনা?
: বউ বাড়ি নাই হেই পিন্নে?
তুই বউরে আমার পেমের কতা কইলি ক্যা?🤬😡
: ওরে মুই নির্ভয়ে থাকতে চাই।
আগুন না জ্বলে আবার মোর পিন্নে।
মোগো পেমের কতা মানু জনে জানলে কি অইবে?? এতে ভয় কি?
: ওতে মাইনসে বদনাম করবে মোর
পেমেতো এট্টু বদনাম অইতে পারে হেইরপান্নে ডরাবি!??
: হয়, বদনামে বড় ডর। ” চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর…..আউলা কেশে পাগল বেশে কেমন যাবো ঘর”😀😀
ডর নাই মুই আছিতো!
: হ…..কতো আছো জানি তো!
আর তাছাড়া তুই তো নতুনে পেমে পড়ছো বোলে আরেকজনার😏
কেডা কইছে? কোন হালায় মোর নামে এতফোর মিথ্যা কইছে?!
: ওয়া মুই হুনছি, মোর দারেগোনে গুজাইতে পারবি না,
না মুই সত্য কই একছের মিচা কতা। মুই কারো পেমে পরি নাই তুই ছাড়া!
: অ……তয় মিছা হুনছি? নিম গাছের ঠাল বোলে একছের বাতাস দেয় তোরে?
আরে হেতো মোর খালি দোস্ত!
: আর মুই? মুই কী তোর দোস্ত না?
তুইতো মোর সোনা ডার্লিং! 😜
: আইজ তর হইছে কী মাইনক্যা? আচুক্কা পেম এত
উৎলাইয়া ওটছে ক্যা?
বউ নাই এইতো চান্স তোর লগে পেম করার!🤪
: বউ ঢাহা গ্যাছে দেহি কবে! আইজ মনে পড়ছে তোর মোর কতা?
এই কদিন তো বউয়ের শোকে চইলা গেছে!
: এহ্…..মোডেও না, নিমের বাতাস খাইছো😏🙊মুই জানি
না সোনা মুই কেউর বাতাস খাই নাই।
: আইচ্চা যা মানলাম তোর কতা
এই তো লক্ষি মেয়ে…..
: আহারে, এই লক্ষিডারে কেউ চিনলো না রে!খালি ভুল বোজে সবাই
মুই তো চিনি।
: যাউক তউ কইলজায় বাতাস ঢোকলে
এহন কয়ডা পেমের কতা ক দেহি সোনা! মোর কইলজাডায়ও ইট্ট বাতাস দিই
: তোর বউ মোরে নক দেছে, মুই এহন তোর বউর লগে সব কইয়া দিমু, নাইলে তোর বউ মোর মাতার চুল হিররা নিজের খোঁপা বানবে, আগে তোর বউর দারেগোনে পারমিশন লইয়া আয়, হেইরপর পিরিতের কতা হুনামু আনে, এহন যা ভাগ মাইনক্যা…….
২১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সত্যই মজা পাইলাম লিপি আপু অনেক শুভেচ্ছা রইল——-
বন্যা লিপি
ভালো থাকবেন লিটন ভাই।শুভেচ্ছা রইলো আপনার প্রতিও
রোকসানা খন্দকার রুকু
আপুনি কি যে বিপদে ফেললেন। অর্ধেক কথাই বুঝিনি। কিন্তু বহুত মজা পাইলাম। হাসতে হাসতে শেষ।
শুভ কামনা রইলো।😍😍
মোঃ মজিবর রহমান
দোতসর লগে পিরিত করে বুঝি! হাসাইলেন আর মরা বঊতারে ডুবাইলেন।
দারুন রম্য।
বন্যা লিপি
মজিবরদা, দোস্তের লগেই পিরিত জমে😀 দোস্তে -দোস্তে ইতরামীতে কতকিছু হয়! মরা বউ পাইলেন কই? বউ জ্যাতা আছে। পড়ে মজা পেয়েছেন বলে ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ বন্যাপু, দোস্তই মজার প্রিতি জমে। এখানেই আনন্দ জমে খির।
বন্যা লিপি
হয় দাদা একছের জইম্মা খীর পাটিসাপটা😆😆
বন্যা লিপি
এতফোর>এতবড়
পিন্নে> জন্য/যেমন, কিসের জন্য?আমার জন্য/ এরকম।
ঠাল> ডাল- নিম গাছের ডাল।
দারেগোনে> আমার কাছ থেকে/ আমার কাছে।
ঢাহা>ঢাকা
গুজাইতে > লুকাতে
এখন আবার পড়ে দেখেন। না বুঝলে আবারো আসবো বুঝিয়ে দিতে।
পড়েছেন দেখে আনন্দিত হলাম।ধন্যবাদ সহ শুভ কামনা।
বন্যা লিপি
এই মন্তব্য রুকু আপুর জন্য।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ
বোরহানুল ইসলাম লিটন
বেশ মজা পেলাম।
আঞ্চলিক ভাষার জন্য একটু বেশিই মনোহরা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
বন্যা লিপি
আন্তরিক ধন্যবাদ পড়েছেন।
প্রদীপ চক্রবর্তী
দিদি আমি হাসতে হাসতে শেষ😂
এমন আঞ্চলিক ভাষা বড়ই মজার।
বন্যা লিপি
হাসি ভালো থাকার টনিক। ভালো থাকো সবসময়
আরজু মুক্তা
হাসলেই নাকি আয়ু বাড়ে।
তাই শুধু হাসলাম
বন্যা লিপি
আচ্চা হাসেন তয়, আয়ু বাড়ুক, যাযাকাল্লাহু খায়ের।
খাদিজাতুল কুবরা
বন্যা আপু ফাটিয়ে দিলেন তো। হাসতে হাসতে পেট ব্যাথা। শেষতক বেচারা কি বউ, বন্ধু দুজনকেই হারাইলো নাকি!
বন্ধুর জাড়ি, বউয়ের ঝাঁটার বাড়ি!
দুর্গতির শেষ নাই শাঁখের করাতে কাটে আরকি।
খুব মজা হয়েছে আপু।
আঞ্চলিক ভাষায় রম্য রচনার জুড়ি নেই।
বন্যা লিপি
নারে রুবি, বন্ধু+ বউ দুইদিকেই মাইনক্যা সমান তালে তাল বজায় রাখতারে(রাখতে পারে😃) মানে হলো, মানিকের বউও এই পিরিতের সমর্থন দাতা😂😂😂
ভালবাসা তোমাকে।
তৌহিদ
প্রিজনদের সাথে ভালোবাসার গল্প করলে কিছু মানুষের জ্বলে। জ্বলুক সমস্যা কি! প্রেমপ্রীতি চলবেই।
মজা পেলাম আফা। দুইজনার জন্যই শুভকামনা।
বন্যা লিপি
হা হা হা হা…… ভাউ পিরিতি তো সবাই বোজেনা, জামানা বহুত খারাপ। নিরাপদ দূরত্ব বজায় রাখা বুদ্ধিমানের কাজ। শুভ কামনা সবসময়।
তৌহিদ
তারা হিংসুটে! 😜