লাবন্যময়ীর হাতছানি

আতা স্বপন ৬ মে ২০২০, বুধবার, ০৯:১৬:৫৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

শিশির স্নিগ্ধতা তন্বির তনুতে
প্রস্ফুটিত পুষ্প মঞ্জুরী
ধরিত্রি হুরবালা।

কামাতুর কথনে হাসির পস্রবন
আজম্ম ললায়িত অভিলাসে
উম্মুক্ত অগ্নিগীরির জ্বালা।

মুগ্ধ নয়ন অনাবিল আবেসে আত্মহারা
অপসরি স্বর্গের দার খোল
তৃষিত আত্মার ক্রন্দন পালা।

বায়ুর ঘুর্নিতে খাবিখায় কর্পুর বাসনা
স্বপ্নীল ঘোরে উত্তপ্ত বিচরন
বহ্নির বদনের ভাজে ঝংকারে প্রেমলিলা।

ব্যকুল হৃদয় হাহাকার বিরানভুমি
মাদকতায় লাবন্যময়ির হাতছানি
সুপ্ত কামনা মাঝে আলো ছায়ার খেলা।

৫৭৫জন ৪৯০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ