রাম ভূতের ই ছানা
ধরতে তাকে মানা,
ধরতে গেলে মরতে হবে
এই কথাটি এখন সবার জানা ।।
সে যে এক মস্ত বড়
রাম ভূতের ই ছানা
ধরতে তাকে মানা ।।
সে দিন তাকে ধরতে গিয়ে
কানু মিয়াঁর ছোট্ট ছেলে
হয়েছিল কানা ,
কানা কানা কানা ।।
সে যে এক মস্ত বড়
রাম ভূতের ই ছানা ।।
শাহ আজিজ……. ১৩…..৯…..২০১৩…..১২.৩০ এম
১২টি মন্তব্য
নিশিথের নিশাচর
হা হা হা ভুতের ছানা ধরবো
কানা আমি হবো। 😀
তুমি আমি এক
যদি কেউ হতে চাও ভাই কানা ,
নেইকো তাতে মানা ।
আদিব আদ্নান
রাম ভূতের ছানা
এখনই ধরে দেনা …
তুমি আমি এক
ধরে কি করবেন ??
বনলতা সেন
যে মন্তব্যের উত্তর দেয়না
তারে করে দেব কানা ।
তুমি আমি এক
ভালো তো আর কোন কিছুর ই উত্তর দিতে পারবে না !!??
জিসান শা ইকরাম
রাম ভুতেরই ছানা
সে কি খায় খানা ?
তুমি আমি এক
হম খায় মনে হয় , আমি তো ভয়ে ওর কাছে যাইনাই 😮
মিসু
:D) :D) (y)
তুমি আমি এক
এগুলো কি রাম ভূতের চ্যালা চামুণ্ডা ??
খসড়া
ভাই ছোট্ট নয় মারাত্বক ভুল। রাম দেবতা। ভুত তারাতে রাম নাম নেয়া হয়। আর ভুত প্রেতাত্মা। প্লিজ এটা মামদো ভুত/হামদো ভুত ফিচকা ভুত/ গেছ ভুত/ মেছো ভুত যা খুশি তার বাচ্চা হন। রাম কে রেহাই দিন।
তুমি আমি এক
ঠিক আছে ভাইয়া পরে যখন লিখব তখন অন্য নামে লিখব , ঐ সময়ে তো মনে ছিলনা , তবে আপনার দেওয়া নাম গুলো অনেক ভালো । ^:^