রাফখাতা : ৬

মিসু ৯ আগস্ট ২০১৩, শুক্রবার, ০৬:১৫:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

অবশেষে একদিন আমি বুঝে গেলাম সে আর ফিরবেনা! তারপরেও মন মানতে চাইতো না, আমি অবচেতন মনে তার ফিরে আসার প্রতীক্ষায় থাকি, কোথাও একটু আওয়াজ পেলেই ভাবি এইতো বুঝি ফিরে এলো! কী বোকা আমি যে ইচ্ছে করেই হারিয়ে যায় তার ফিরে আসার সম্ভাবনা যে শূন্য সেটা জেনেও মেনে নিতে চায়না এ মন!

এক ঝড়বৃষ্টির অন্ধকার রাতে ও আমাদের বাড়ীতে প্রথম আসে, বৃষ্টির জলে ভিজে ঠকঠক করে কাঁপছিল! অসহায় দৃষ্টি তে একটু উষ্ণতার জন্য ছটফটানিটা ছিল ছুঁয়ে যাওয়ার মত! আমি পরম যত্নে ওর সেই অসহায় দৃষ্টিতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনি! ধীরে ধীরে কখন যেন ও আমার নিত্যদিনের অভ্যস্ততায় পরিনত হলো। আমি ওতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে, ও যে কখনো হারিয়ে যেতে পারে তা স্বপ্নেও ভাবিনি!

হঠাত্‍ একদিন ও কোথায় যেন চলে গেল, ভেবেছিলাম হয়তো ফিরে আসবে, আমি অপেক্ষায় থাকলাম, দৌড়ে দৌড়ে বারান্দায় ছুটে যেতাম, আমার দু চোখে তখন আকন্ঠ তৃষ্ণা ওকে এক নজর দেখার, দম বন্ধ লাগত, গলার কাছটায় কান্নাগুলো এসে আটকে থাকত,
এভাবে কেটে গেল অনেক গুলো দিন! সে আর ফিরলনা!
জানি ফিরবেনা!
হয়ত পোষা বিড়াল গুলো এমনি করেই হারিয়ে যায়!

মে ১
২০১৩ ।

আজ খুশির দিনে কেন জানি মনে জেগে উঠলো স্মৃতি । সবাইকে ঈদের শুভেচ্ছা ।

৫৮১জন ৫৮০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ