
পায়ে হেঁটে হেঁটে নদী পার হতে যাব
এমন সময় কপলাকুন্ডলার ” হাত পা চোখ মুখ জলের উপরে ভাসতে দেখা যাচ্ছে
ডুবছে ভাসছে
সে বেঁচে নেই
শুধু ই পুতুলে” র ওঠানামা—
এটাই রাজনীতি” নামক মাটির মূর্তি!
নদীর ঢেউ
ভেসে যাওয়া পাতা
স্বচ্ছ জল
ঢেউয়ে র দোলাতে দুলতে থাকা নৌকা
সন্ধ্যের শাঁখ
বাঁশির সুরে কেমন একটা আনচান শব্দ
নূপূরের ঝনঝন
শাঁখা র বিবাহিত বিবাহিত গন্ধ
চওড়া সিঁদুর
কেমন কেমন করা মন!
উদাসী কোকিলে র ডাক!
ডুবে যাওয়া ঘটের খেলা!
এটাই কবিতা!
কবিতা” র এই মূর্তিটি সবা র ই মনের কোনে “ভিটামিন” সেজে লুকিয়ে থাকে!
প্রেমের রোগেদের সংগে খেলা করে
দুপুরে ধান শুকোয়
পাশে বাচ্চা রেখে লুডো খেলে
কবিতা” গরিবি র কাদা তে মেখে
আটকে থাকে হৃদয়ের গভীরে?
মাছ ধরে
চেয়ারে রোদ পোয়ায়
রাজনীতি র টেবিল টার মুখ চোখ ভাঙানিতে তাঁর ভয় হয়
সব দড়ি ছিঁড়ে যায়
পাল ছেড়ে দেয় বড় বড়নৌকা
ভেসেলের আওয়াজ টাও কেমন “ স্বার্থপর স্বার্থপর মনে হয়
কুৎসিত গন্ধ র চিৎকার
ফুল গুলোর সৌরভ শুকিয়ে যেতে থাকে যুবতীদের সাজে!
*
অরুনিমা মন্ডল দাস
কাকদ্বীপ
দক্ষিন চব্বিশ পরগনা
পশ্চিম বাংলা, ভারত।
৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার উপস্থাপন দিদি। খুব ভালো লেগেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন । ভালো লাগা অবিরাম ।
রোকসানা খন্দকার রুকু।
সুন্দর॥ আপনার লেখা এটাই প্রথম পড়লাম।
শুভ কামনা॥
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক অনুভাবনা প্রকাশ কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল—————
ইঞ্জা
চমৎকার লিখেছেন দিদি খুব ভালো লাগলো।
নিয়মিত লেখার অনুরোধ রইলো।
সুপায়ন বড়ুয়া
সুন্দর লিখলেন দিদি। খুব ভালো লাগলো।
ভালো থাকবেন সুস্থ থাকবেন
শুভ কামনা
সাবিনা ইয়াসমিন
অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
সুন্দর লিখেছেন। নিয়মিত লিখুন, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹