রম্য কাব্যের একটা ধারা হল, অক্ষর বৃত্ত ছন্দে অসংগতির বর্ণনা করা, অষ্টক পঙক্তিতে। সোনালার জন্য ঈদের আগে আগে ঈদ গিফটের সাথের ফ্রী টা আগেই দিয়ে দিলাম। সীমান্ত উন্মাদ উল্টা কাজ করবে এইটাই স্বাভাবিক। শুভেচ্ছা সবাইকে।
নক আউট…রম্য-০.০১
নক আউট হয় অনেক ক্ষেত্রে
চাকরী, খেলায়, প্রেমে,
কত্তো মানুষ থমকে গেছে
নক আউটের ফ্রেমে।।
এমন আউট হবার পরে
যতই করুক টক,
বিকল্প পথ আর থাকেনা
অনেকে খায় শক্।।
কিক্ আউট…রম্য-০.০২
রাজনীতিতে কিক আউট হয়
কেউবা ট্রেপে এ পড়ে,
কিক্ আউট হয় অফিস এবং
রাজপথে আর ঘরে।।
মানুষ নাকি বাড়লে বেশি
এমন আউট হয়,
এই আউটের রেজাল্ট কিন্তু
মোটেও ভাল নয়।।
ওয়াক আউট…রম্য-০.০৩
সেচ্ছাতে যে প্রত্যাহার হয়
নামটা ওয়াক আউট,
এমন হলেই কানাঘুষা
কেউবা করেন ডাউট।।
ওয়াক আউটের নজীর খোঁজ
অনেক জা’গায় পাবে,
ওয়াক আউট হয় সংসদে আর
মিল, সমিতি, ক্লাবে।।
মাল খেয়ে আউট…রম্য-০.০৪
এই সমাজে রুপি ভদ্র এবং
ফেরেব্বাজ আর টাউট,
হতাশা বা ইমোশনেও
মাল খেয়ে হয় আউট।।
মদ, গাঁজা আর হেরোইনের
বিকল্প নাম মাল,
অধিক খেয়ে অনেক লোকেই
হারিয়ে ফেলে তাল।।
বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য সিরিয়াল, কারো জীবনের সাথে মিল খাইলে, আমি উন্মাদ দায়ী না। আর জানেনতো পাগলে কিনা বলে!
বিশেষ বিজ্ঞপ্তিঃ আমি সাধারনত বাইরের করা আমার কাজ গুলো কখনো ব্লগে প্রকাশ করি না তবে, আজকে একটি বিশেষ কাজের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলঃ সীমান্ত উন্মাদ এবং ঈসা রাহি নামের দুই পাগল গত দেড় বছর ধরে বাংলাদেশের একটি এফ এম রেডিও এবং কয়েকটি টেলিভিশন চ্যানেলের জন্য নাটক রচনা করেছে, যার নির্দেশনা দিয়েছেন ঈসা রাহি। নাটকগুলোর মধ্যে উল্ল্যেখ যোগ্য ছিলঃ সুপার ম্যান নেভার হাইড হিজ আন্ডারওয়ার সহ বেশ কিছু নাটক, যেগুলো আপনাদের দোয়ায় রেডিওতে জনপ্রিয়তা পেয়েছে, কারন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ছিল বাংলাদেশ বেতারে যেভাবে নাটিক জনপ্রিয় ছিল তেমনি এফএম রেডিওতেও সেই ধারাটি নিয়ে আসার এবং এফএম স্রোতাদের মত করে তা লিখা এবং উপস্থাপন করা, যা কিছুটা সফল হয়েছে। সুপার ম্যান যেহেতু পুরুপুরি রম্য নাটক তাই সেটা ছাড়া বাকি কয়েকটা নাটকের কিছু ডায়ালগ বাংলাদেশের ফোন অপারেটররা তাদের ওয়েলকাম টিউন এর জন্য সিলেক্ট করেছেনঃ আমার আজকের ফাও রম্য কাব্যের সাথে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করা হল কারন সোনেলা আমার একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে মনের অজান্তেই, তাই কিছু অর্জন করলে তা জানাতে মন চায়। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
জোছনা কথা বলো নাঃ 851209
আমাদের সপ্নঃ 4851210
ভালবেসেই যাবোঃ 4851211
এই এই অচেনা শহরেঃ 4851212
এই যে আমিঃ 4851213
ফোন করছোস কে? ফানি টিউনঃ 4851218
আর এই একি নাটকের ডায়ালগের ওয়েলকাম আপনার বাংলা লিংক মোবাইল অপারেটর এ পেতে নিম্নের কোড ব্যাবহার করুনঃ 572875, 572876, 572877, 572878, 572879, 572886। এই গুলো যদি কেউ তার মোবাইলের ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে চান তবে আপনার ব্যাবহৃত অপারেটর এর সিস্টেম ফলো করতে হবে, তাদের ওয়েব সাইটে গিয়ে দেখে নিতে পারেন।
আগামী সপ্তাহে সম্পূর্ণ ভিন্নরুপে ফিরে আসবে সীমান্ত উন্মাদ। আশা রইল। বেঁচে থাকলেই, দেখা হবে বন্ধু সজনরা।
১৮টি মন্তব্য
অনিকেত নন্দিনী
অগ্রিম গিফটের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো ভাই। -{@
সীমান্ত উন্মাদ
হা হা এটাতো ফাওটা ছিল। আপনাকেও অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা।
নীলাঞ্জনা নীলা
:c
:c
:c
:c
:c
:c
(y) বেশ মজা পেলাম।
সীমান্ত উন্মাদ
বেশ মজা করে আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে গেলাম।
ছাইরাছ হেলাল
এফ এম এর লিংক দিন, আমরাও শুনতে চাই।
আমরা অবশ্যই অপেক্ষা করব।
সীমান্ত উন্মাদ
আমি খুব দুঃখিত একটি বিশেষ কারনে আমি ওপেন প্লেসে লিংকটা দিতে পারছিনা। কারন সেখানে সীমান্ত উন্মাদের ছদ্মনামের অন্তরালের আসল মানুষটির পরিচয় প্রকাশিত হয়ে পড়ার আশংকা আছে। তবে হাঁ, আমরা কিছু কিছু নাটকের ক্লিপস কেটে তৈরি করছি। শেষ হয়ে গেলে, আপলোড সীমান্ত উন্মাদের মিডিয়াফায়ার একাউন্টের লিংক দিয়ে দিব, এক সময়।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর জানিবেন।
মেহেরী তাজ
কাল দিন পরেই কিন্তু সপ্তাহের শেষ। তারাতারি চলে আসুন!
আর আমি ছাইরাছ ভাইয়ার সাথে একমত।
সীমান্ত উন্মাদ
দুঃখিত আপু, সপ্তাহের মাঝে এসে উত্তর দেবার জন্য। ছাইরাস ওরফে ছাই মামার সাথে একমত হওয়া ভালো তো পরিস্কার থাকা যায়। যাইহোক মামা তো দুইটা বিষয়ে বলছে আপনি কোনটাতে একমত?
শুভকামনা জানিবেন নিরন্তর।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সাবাস সীমান্ত উন্মাদনার সীমানা ছাড়িয়ে
ভালবাসা দিলে বিলিয়ে…. -{@ শুভেচ্ছা এবং শুভ কামনা।
টুনতো অবশ্যই ফোনে লোড করব। (-3 (-3 (-3 লাভ ইউ।
সীমান্ত উন্মাদ
শুভেচ্ছা এবং শুভকামনার জন্য ধন্যবাদ। লিখাটা ভালো লেগেছে যেনে ভালো লাগলো মনির ভাই। শুভকামনা জানিবেন নিরন্তর।
খেয়ালী মেয়ে
এতো আউট এর খবর জেনে মজা পেলাম…কিন্তু ছদ্মনামের অন্তরালের আসল মানুষটির পরিচয় প্রকাশিত হয়ে পড়ার আশংকা নিয়ে সীমান্ত উন্মাদের এতো ভয়/অনীহা কেনো???????????
সীমান্ত উন্মাদ
ভয় সীমান্ত উন্মাদ কখনোই করে না। তবে অনিহা আছে বলতে পারেন। আর কি দরকার বলেন, অন্তরালের আসল মানুষটাকে প্রকাশ করার, এই তো বেশ ভালো, লুকুচুরি লুকুচুরি গল্প। হা হা
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা খেয়ালী মেয়ে আপনাকে। এই যে আমি জানিনা কে এই খেয়ালী মেয়ে? এটাই মজা। যেনে গেলে তো গল্পগুলো জমবে না।
লীলাবতী
কত প্রকার আউট আছে এই জগতে ^:^ মজা পেলাম খুবই 🙂
কেউবা ট্রেপে এ > কেউবা ট্রাপে ?
সীমান্ত উন্মাদ
:D) ;( ^:^ ^:^ \|/ \|/
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা লীলাবতি আপু।
স্বপ্ন
নাম্বার গুলো কিছুই বুঝলাম না। কত ধরনের আউট।গেট-আউট 🙂
সীমান্ত উন্মাদ
নাম্বার গুলো বুঝেন নাই, হায় হায়, বলেন কি? এইগুলাইতো কোডেড মেসেজ। সোনেলা থেকে আপনাকে দেয় নাই, আমাকে দিছে। এখনই মডারেটর কে বলুন আপনার প্রাপ্ত কোডেড মেসেজগুলো দিয়ে দিতে। নাইলে তো ঝামেলায় পড়বেন। তাড়াতাড়ি বলুন। আপনার আগামি পোষ্টের আগেই বলুন। নাইলে পোষ্ট দিতে কোড চাইল কেমনে দিবেন। আর কোড না দিলে পোষ্ট হবে না। আমি পাইছি আগে আগে ইয়াহুউউউউউ
:p ;( :D) \|/
শুন্য শুন্যালয়
মজার মজার রম্য পড়িয়া ফিনিস আমার কম্ম
উন্মাদেও কবিতা লেখে, আমার বৃথাই জন্ম।
ম্যালা মজারু হইছে। ওয়েলকাম টিউন আমার জন্যে প্রযোজ্য নহে। দেশে গেলে করুম নে। শুভকামনা, আর শুভেচ্ছা। ভালো থাইক্কো।
সীমান্ত উন্মাদ
তোমার জন্ম বৃথা হলে
আমি তাইলে কি,
বন্ধু তোমার মন্তব্য
যেন খাঁটি ঘি।
হা হা শুভকামনা জানিবে নিরন্তর।
দেশে আসলে করবা এইটুকু বলছো এইটাই যথেষ্ট আমার জন্য বন্ধু। অনেক অনেক ভালো থেকো।