রম্য কাব্যের একটা ধারা হল, অক্ষর বৃত্ত ছন্দে অসংগতির বর্ণনা করা, অষ্টক পঙক্তিতে। সোনালার জন্য ঈদের আগে আগে ঈদ গিফটের সাথের ফ্রী টা আগেই দিয়ে দিলাম। সীমান্ত উন্মাদ উল্টা কাজ করবে এইটাই স্বাভাবিক। শুভেচ্ছা সবাইকে।

নক আউট…রম্য-০.০১

নক আউট হয় অনেক ক্ষেত্রে

চাকরী, খেলায়, প্রেমে,

কত্তো মানুষ থমকে গেছে

নক আউটের ফ্রেমে।।

এমন আউট হবার পরে

যতই করুক টক,

বিকল্প পথ আর থাকেনা

অনেকে খায় শক্।।

কিক্ আউট…রম্য-০.০২

রাজনীতিতে কিক আউট হয়

কেউবা ট্রেপে এ পড়ে,

কিক্ আউট হয় অফিস এবং

রাজপথে আর ঘরে।।

মানুষ নাকি বাড়লে বেশি

এমন আউট হয়,

এই আউটের রেজাল্ট কিন্তু

মোটেও ভাল নয়।।

ওয়াক আউট…রম্য-০.০৩

সেচ্ছাতে যে প্রত্যাহার হয়

নামটা ওয়াক আউট,

এমন হলেই কানাঘুষা

কেউবা করেন ডাউট।।
ওয়াক আউটের নজীর খোঁজ

অনেক জা’গায় পাবে,

ওয়াক আউট হয় সংসদে আর

মিল, সমিতি, ক্লাবে।।

মাল খেয়ে আউট…রম্য-০.০৪

এই সমাজে রুপি ভদ্র এবং

ফেরেব্বাজ আর টাউট,

হতাশা বা ইমোশনেও

মাল খেয়ে হয় আউট।।
মদ, গাঁজা আর হেরোইনের

বিকল্প নাম মাল,

অধিক খেয়ে অনেক লোকেই

হারিয়ে ফেলে তাল।।

বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য সিরিয়াল, কারো জীবনের সাথে মিল খাইলে, আমি উন্মাদ দায়ী না। আর জানেনতো পাগলে কিনা বলে!

বিশেষ বিজ্ঞপ্তিঃ আমি সাধারনত বাইরের করা আমার কাজ গুলো কখনো ব্লগে প্রকাশ করি না তবে, আজকে একটি বিশেষ কাজের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলঃ সীমান্ত উন্মাদ এবং ঈসা রাহি নামের দুই পাগল গত দেড় বছর ধরে বাংলাদেশের একটি এফ এম রেডিও এবং কয়েকটি টেলিভিশন চ্যানেলের জন্য নাটক রচনা করেছে, যার নির্দেশনা দিয়েছেন ঈসা রাহি। নাটকগুলোর মধ্যে উল্ল্যেখ যোগ্য ছিলঃ সুপার ম্যান নেভার হাইড হিজ আন্ডারওয়ার সহ বেশ কিছু নাটক, যেগুলো আপনাদের দোয়ায় রেডিওতে জনপ্রিয়তা পেয়েছে, কারন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ছিল বাংলাদেশ বেতারে যেভাবে নাটিক জনপ্রিয় ছিল তেমনি এফএম রেডিওতেও সেই ধারাটি নিয়ে আসার এবং এফএম স্রোতাদের মত করে তা লিখা এবং উপস্থাপন করা, যা কিছুটা সফল হয়েছে। সুপার ম্যান যেহেতু পুরুপুরি রম্য নাটক তাই সেটা ছাড়া বাকি কয়েকটা নাটকের কিছু ডায়ালগ বাংলাদেশের ফোন অপারেটররা তাদের ওয়েলকাম টিউন এর জন্য সিলেক্ট করেছেনঃ আমার আজকের ফাও রম্য কাব্যের সাথে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করা হল কারন সোনেলা আমার একটা ভালো লাগার জায়গা হয়ে গেছে মনের অজান্তেই, তাই কিছু অর্জন করলে তা জানাতে মন চায়। সবার জন্য অনেক অনেক শুভকামনা।

জোছনা কথা বলো নাঃ 851209

আমাদের সপ্নঃ 4851210

ভালবেসেই যাবোঃ 4851211

এই এই অচেনা শহরেঃ 4851212

এই যে আমিঃ 4851213

ফোন করছোস কে? ফানি টিউনঃ 4851218

আর এই একি নাটকের ডায়ালগের ওয়েলকাম আপনার বাংলা লিংক মোবাইল অপারেটর এ পেতে নিম্নের কোড ব্যাবহার করুনঃ 572875, 572876, 572877, 572878, 572879, 572886। এই গুলো যদি কেউ তার মোবাইলের ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে চান তবে আপনার ব্যাবহৃত অপারেটর এর সিস্টেম ফলো করতে হবে, তাদের ওয়েব সাইটে গিয়ে দেখে নিতে পারেন।

আগামী সপ্তাহে সম্পূর্ণ ভিন্নরুপে ফিরে আসবে সীমান্ত উন্মাদ। আশা রইল। বেঁচে থাকলেই, দেখা হবে বন্ধু সজনরা।

৫৪৯জন ৫৪৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ