রক্তে ভেজা একুশ

জাহাঙ্গীর আলম অপূর্ব ৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার, ০৭:৩২:৩৬পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
  1. একুশের রক্ত লেগে আছে
  2. বাংলার পলাশ আর কৃষ্ণচূড়ায়,
  3. লেগে আছে রাজপথে
  4. আরো লেগে আছে  দুঃখী মায়ের হৃদয়ে
  5. একুশের আগমনে  মনে জাগে সেই দিনের কথা
  6. যে দিন আমার ভাইয়ের উপর পাকরা করছে
  7. কত পাশবিক পৈশাচিকভাবে নির্যাতন
  8. আজও মায়ের বুক কাঁদে
  9. আমার ভাই সালাম জব্বার রফিক শফিকের জন্য
  10. মা তো থালা দাঁড়িয়ে আছে
  11. খোকা আসবে বলে সেই প্রতীক্ষায়
  12. আজও প্রহর গুনছে এই বুঝি এলো খোকা
  13. বার বার বলে, মা
  14. কখনো আসবে খোকা
  15. কখন আসবে।
  16. বাংলায় ফাগুন মাস এলে আমার মা ও বোনের নয়নে অশ্রু ঝরে
  17. বলে আবার বুঝি ওরা আমার ছেলের নির্যাতন করবে
  18. সালাম জব্বার রফিক শফিক ভাইয়ের রক্তের দামে কেনা ভাষা,
  19.  আজ বিশ্ব মাতৃভাষার স্থান পেয়েছে
  20. একুশের রক্ত বাঙালির স্বাধীনতার
  21. জন্য ছিল একটা অনন্য দান।
  22. সালাম জব্বার রফিক শফিকের জন্য
  23. রয়েছে বাংলা ভাষার মান।
  24. রচনাকালঃ
  25. ০৬/১২/২০২০
৬০৪জন ৪৫৭জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ