
রক্তঝরা আগস্ট
…..ফারজানা আক্তার
ভোরের আলো যখন ফোটে
ভুবন তারার মাঠে ঘাটে
তোমায় মনে পড়ে।
কৃষকের হাসি রাখালের বাঁশি
মাঝির গানে শীতল নদী
তোমায় মনে পড়ে।
কূজন ডাকে পাদপ ডালে
বাতাস বয়ে পাতার দেহে
তোমায় মনে পড়ে।
গ্রীষ্ম আসে বর্ষা আসে
একে একে বসন্ত আসে
তোমায় মনে পড়ে।
মেঘের তুলো গগন জুড়ে
ভাসিয়ে ভেলা নীলের দেশে
তোমায় মনে পড়ে।
গ্রামের মেয়ে কিশোর বেদে
নোলক নেড়ে কাদেঁ খেলে
তোমায় মনে পড়ে।
এত সুখ তোমার তরে
এত কিছু বন্ধু বলে
বলি হলে পশুর হাতে
দিলে রক্ত স্বজন মিলে
যখন লিখি মনের কথা
ভাবি তুমি দেশের পিতা
জাতি বর্ণ ধর্ম সকলে
তোমায় বলে জাতির পিতা
১৬টি মন্তব্য
আরজু মুক্তা
আগস্ট শোকের মাস। তাঁকে ছাড়া এই বাংলাদেশকে কল্পনা করা যায় না। বিনম্র শ্রদ্ধা।
ফারজানা আক্তার
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর হয়েছে। ছবিটি আরেকজন ব্লগারের তোলা । তাই কার্টেসিতে তার নাম উল্লেখ করবেন দয়া করে। অন্যকারো ছবি ও লেখা শেয়ার করলে তাকে ম্যানশন করতে হয় এটাই ব্লগের নিয়ম আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
ফারজানা আক্তার
বোন ছবি কার এটা কিভাবে দেখে আমি বুঝতে পারছি না।বলে খুব উপকার করলেন।কিভাবে কার্টেসি দেখব যদি বলতেন আরও ভাল হত।
সুপর্ণা ফাল্গুনী
ছবি- নেট/গুগল/সোনেলা ব্লগ এভাবে লিখে দিবেন । আপনার পোস্ট দেয়ার কিছুক্ষণ আগেই সেই ব্লগার তার পোস্টে এই ছবি দিয়েছে। ধন্যবাদ আপু 💓💓। আশা করি বুঝতে পেরেছেন
ফারজানা আক্তার
ধন্যবাদ
রিতু জাহান
পাদপ ডালে’ শব্দটা খুব মনে ধরেছে আপু
ছন্দময়তা ভালো লেগেছে।
শুভকামনা রইলো
ফারজানা আক্তার
অনেক অনেক ধন্যবাদ
মনির হোসেন মমি
আগষ্ট এলেই মনে পড়ে এ এক মাস যে মাসে স্বামীনতায় কালো আধার নেমে এসেছিলো।খুব ভাল লাগল।
ফারজানা আক্তার
জি।ধন্যবাদ
হালিমা আক্তার
আগস্ট মাস। এক কালো অধ্যায়।যে আঁধারে ঢাকা আজও বাংলার আকাশ। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। শুভ কামনা রইলো।
ফারজানা আক্তার
অনেক ধন্যবাদ
দালান জাহান
আগস্ট আমাদের মনে করিয়ে দেয় একটা কালো অধ্যায় একটা সুখের দুঃখ অথবা গর্ব করার মতো দুঃখকে। সুন্দর কবিতা
ফারজানা আক্তার
জি ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
আগস্টের শোক বাঙালির অন্তরে চিরস্থায়ী বসত নিয়েছে। এই মাস আর ঐ কালরাত্রি ভুলে যাবার নয়।
ফারজানা আক্তার
জি।ধন্যবাদ