দরিদ্র দেশ.,অনুন্নত দেশ.,তৃতীয় বিশ্বের দেশ বা একটু মার্জিত ভাষায়… উন্নয়নশীল দেশ ।
আজ এ পরিচয়েই ছাপান্ন হাজার বর্গমাইলের এই ভূখণ্ডটি পরিচিত ।
শিক্ষা-দীক্ষা.,জ্ঞান-বিজ্ঞান.,সাহিত্য-সংস্কৃতি.,ব্যবসা-বাণিজ্যসহ সকল আর্থ-সামাজিক দিক দিয়েই দেশটি তুলনামূলকভাবে বহু ক্রোশ পিছিয়ে ।
কিন্তু এটিই কি হওয়ার কথা ছিল এদেশটির ভবিষ্যত্…!!!
একটু পিছনে ফিরে গেলেই আমরা দেখতে পাই যে.,ঠিক ৪২ বছর আগের এই দিনেও এদেশের মানুষের কাছে চরম অকল্পনীয় ও অবিশ্বাস্য ছিল ৪২ বছর পর দেশটির আজকের এই অবস্থা…!!
কারণ.,ঐ ভয়ঙ্কর দূর্যোগময় দিনেও এদেশে এমন কিছু খ্যাতিমান ব্যক্তিত্ব ছিলেন.,যাঁদের উপর পরম আস্থা ও বিশ্বাস করতে পারত সমগ্র জাতি.,যাঁরা স্বাধীনতার পর নাগরিকদের পরিচালিত করতে পারতেন আলোর পথে.,দেশটিকে নিয়ে যেতে পারতেন সাফল্যের স্বর্ণশিখরে ।
আজকের এইদিনে আমাদের এই ব্যর্থ দীর্ঘশ্বাসের কারণটাই ছিল… ১৪ই ডিসেম্বর.,১৯৭১ ।
কবি.,সাহিত্যিক.,নাট্যকার.,সাংবাদিক.,অধ্যাপক.,আইনজীবী.,অর্থনীতিবিদ.,চিকিত্সাবিদ.,প্রকৌশলী.,চলচ্চিত্রকার -সকল শ্রেণীর বুদ্ধিজীবীই ছিলেন এদেশে.,যাঁরা ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ ।
কিন্তু চিরনির্বোধ পাকিদের পরিচালিত করতো.,এমন কিছু কূটবুদ্ধিসম্পন্ন ধুরন্ধর নরপশু পরাজয় আসন্ন জেনে তৈরি করে নির্বিচার হত্যযজ্ঞের এক ভয়ঙ্কর নীলনকশা..!!
যৌথ বাহিনীর আক্রমণে সেনাদের হিশমিশ অবস্থা হওয়ায় তারা এদায়িত্ব দেয় এদেশীয় জারজদের নিয়ে গঠিত তত্কালীন আল-বদর ও আল-শামস বাহিনীর উপর ।
বাড়ি থেকে চোখ বেঁধে ধরে নিয়ে এসে অমানুষিক নির্যাতন করে একে একে হত্যা করা হয় জাতির ইতিহাসের উজ্জ্বলতম সন্তানদের.,যাঁরা ছিলেন নিরীহ.,নিষ্পাপ ও সদাশান্তিপ্রিয় ।
দুঃখ এটাই যে.,ঐ পাশবিক বাহিনীর উত্তরসূরীদের দৌরাত্মে আজও হুমকির মুখে স্বাধীন এই ভূখণ্ডটি ।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি ঐ পুণ্য ব্যক্তিত্বদেরকে ।
তাঁদের মৃত্যুঞ্জয়ী স্মৃতির উদ্দেশ্যে হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি ।।
[ সোনেলায় এটিই আমার প্রথম পোস্ট ।
আশা করি.,পাঠকেরারা আমার ভুল ত্রুটি সংশোধন করতে সাহায্য করবেন । ]
শ্রদ্ধা জানাই জাতির এইসকল সূর্যসন্তামদের। তাদের প্রতি কৃতজ্ঞতা আজীবনের। কোন কিছুতেই তাদের প্রতিদানের পুরষ্কার দেওয়া সম্ভব নয়।
সোনেলায় স্বাগতম -{@
লেখা ভালো লেগেছে। শুভেচ্ছা। -{@
৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
প্রথম পোষ্টেই চিনিয়ে দিলেন আপনাকে ।
মুগ্ধ হলাম আপনার প্রথম পোস্ট দেখে ।
জাতির এই সূর্য সন্তানদের জানাই শ্রদ্ধাঞ্জলি
আমরা যেন তাঁদের যোগ্য উত্তরসূরি হতে পারি।
শুভ কামনা
শুভ ব্লগিং –
নীলকন্ঠ জয়
শ্রদ্ধা জানাই জাতির এইসকল সূর্যসন্তামদের। তাদের প্রতি কৃতজ্ঞতা আজীবনের। কোন কিছুতেই তাদের প্রতিদানের পুরষ্কার দেওয়া সম্ভব নয়।
সোনেলায় স্বাগতম -{@
লেখা ভালো লেগেছে। শুভেচ্ছা। -{@
তন্দ্রা
ঐ পশুরা জেনেই এই জাতিটাকে খুন করতে চেয়েছিল, তাই আমরা হারিয়েছি আমাদের পথ প্রদর্শক ও জাতির অভিভাবকদের যা অপূরণীয়। তাদের শ্রধ্বার সাথে স্বরন করি।
জয় সুন্দর লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ,
মা মাটি দেশ
ব্লগে এসে প্রথমেই সাহসিকতা পোষ্ট (y) শুভেচ্ছা আপনাকেই প্রয়োজন।
শুন্য শুন্যালয়
সোনেলায় আপনাকে স্বাগতম -{@
বিনম্র শ্রদ্ধা এই উজ্জ্বলতম সন্তানদের..
আপনার প্রথম পোস্টে অনেক শ্রদ্ধা আর ভালো লাগা জানালাম ..