
আমার সকল কষ্ট সবই যেন বৃষ্টিকে ঘিরেই,
যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম-
সেদিন বৃষ্টি ছিল,
যেদিন প্রথম ভালবাসার কথা বলেছিলাম-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন প্রথম তুমি আমার কাছে এসেছিলে-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন প্রথম অভিমান করেছিলে –
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন আমার কাছ থেকে দূরে চলে গেছ-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন তুমি আমায় রেখে অন্যের ঘরে গেছ-
সেদিনও বৃষ্টি ছিল।
আজও অঝর ধারায় বৃষ্টি ঝরছে-
আমার বুকে শুরু হয়েছে বজ্রপাত।
তুমি কি ভাবছ আমার কথা–??
৫টি মন্তব্য
পপি তালুকদার
সুখ – দুঃখ সব কিছুর মাঝে বৃষ্টি!
এই বৃষ্টি পড়বে অন্তরে তাহার কথা যতদিন মনে পড়বে।
শামীনুল হক হীরা
অবশ্যই।।ধন্যবাদ অনন্ত।।
হালিমা আক্তার
আহ্ বৃষ্টি , কী অনাসৃষ্টি | আবার যেদিন সে আসবে , সেদিন ও এমনি বৃষ্টি হবে | খুব ভালো লাগলো |
শামীনুল হক হীরা
তাই না কি।।তবে তো ভালই হবে।ধন্যবাদ সতত।
আরজু মুক্তা
বৃষ্টির কবিতা ভালো লাগলো