চিত্রবিচিত্র……..কাঁদে বিশ্ব মানবতা…
রক্তাক্ত শরীরে…শুধুই শূন্যতা,
এ-বিশ্ব, এ-জাতি মারিয়া, মরিয়া চায় রাজত্ব রাজধানী
হিংসায় হয়েছে কান্ত, নিজ পরিবার করেছে খুন, নিজ স্বার্থে হয়েছে মগ্ন,
বিবেকে নেই মানবিক চিন্তা চেতনা,নিরীহ মানুষ মারছে পশুর মতো?যুদ্ধ,,
মাগো হিংসা যুদ্ধে মরেছি আমরা
দেশ রক্ষার নামে,
মাগো দেশ রক্ষা কি হয়ে গুলি বোমাবাজি করে!
মাগো আমরা তো এখনো নিষ্পাপ,দুধের শিশু,
মাগো ওরা তো করেছে আমাদের শিখার
আমরা যে বলতে পারিনা কিছু,
গুলির আগাতে বুকটা করেছে রক্তাক্ত,,
মাগো বোনটি ও পড়ে আছে মৃত।
মাগো আমি বেঁচে আছি বহু কষ্টে
বোনের লাশটি পাইনি তো খুঁজে,
মাগো শুনেছি বোমা ফেটেছে ঘরে
ছোট ভাইটা রয়েছে ওখানে পরে?
কেউ নেই মা ভাইয়ের পাশে…
তুমি রেখো মা তারে যত্নে!
মাগো সময় নেই হাতে বেশি….
নিশ্বাস টা বন্ধ হয়েছে আসছে..
গোলাবারুদের গন্ধ?
মাগো মিডিয়া দেখেনি আমাদের,
জাতিসংঘে হয়নি কোন সমাবেশ,
মগো কবরে শ্মশানে হয় শেষ।মাগো বাবাকে নিয়ে গেছে ধরে,
তুমি চলে গেছ পরপারে,
ভাই বোন নিয়েছে মুক্ত?
আমি যে মা একান্ত…
আমার জীবনটা হয়েছে শ্মশানের পরিণত।
২০টি মন্তব্য
শাহরিন
কবে যে এই লাশের কান্না বন্ধ হবে পারওয়ারদিগার ই জানেন।
সঞ্জয় মালাকার
বিধাতা ছাড়া কেউ জানেনা
কবে শেষ হবে এই সহজন হারা কান্না।
ধন্যবাদ দিদি সকাল বেলার শুভেচ্ছা রইলো।
শাহরিন
সান্ধ্যকালীন শুভেচ্ছা নিবেন।
সঞ্জয় মালাকার
দিদি বিকেল বেলার শুভেচ্ছা রইলো।
শুভ বিকেলে 🌹🌹
ছাইরাছ হেলাল
এই যুদ্ধ যুদ্ধ খেলা কবে বন্ধ হবে কে জানে!!
লিখুন লিখুন।
সঞ্জয় মালাকার
ঈশ্বর আল্লাই জানেন,
ধন্যবাদ হেলাল ভাই, সকাল বেলার শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
যুদ্ধ কবে শেষ হবে ? আর কত মায়েদের প্রশ্নবাণে বিদ্ধ করা হবে ? ধরনীমাতা দ্বিধায় ভুগছে প্রতিনিয়ত, কিন্তু কু-সন্তানরা লিপ্ত হয়ে থাকে নিষ্ঠুর খেয়ালে। 😔😔
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
হুম, ঠিকই বলেছেন আপু ।
ধন্যবাদ আপু অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
নিরন্তর কামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
মানবতার প্রাচীরে জং ধরেছে।
এই যুদ্ধ শেষ হওয়ার নয়!
..
শুভকামনা দাদা।
সঞ্জয় মালাকার
সত্যি বলছেন দাদা,
এই যুদ্ধ শেষ হওয়ার নয়।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো -।
আরজু মুক্তা
আমি লাশ নই মানবতার কথা বলি!!
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু।
মানবতা জেগে উঠুক সকল জাতির হৃদয়ে।
শুভ কামনা আপু।
মাসুদ চয়ন
বিপন্ন মানবতায় ছেয়ে গেছে চারপাশ।মুক্তির পথে জিম্মি দশা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো লাগা রইলো ।
শুভ কামনা।
মনির হোসেন মমি
আমরা আর যুদ্ধ চাই
চাইনা ধর্মীও উম্মাদনায় কিছু অকারনে রক্তক্ষয়ী দ্বন্দ।চাই শান্তি।
খুব ভাল হয়েছে।
সঞ্জয় মালাকার
হুম, ঠিকই বলেছেন দাদা,
শান্তি আসুক সকল মানবের মমত্য। রক্তক্ষয়ী দ্বন্দ না।
অজস্র ধন্যবাদ দাদা,
শুভেচ্ছা অবিরাম।
নিতাই বাবু
মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। লেখককে শুভেচ্ছা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা –
অনেক অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভেচ্ছা অবিরাম।
জিসান শা ইকরাম
এই যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ হবেনা কখনো,
ক্ষমতাবানদের ক্ষমতার জন্য এই যুদ্ধ।
শিশুদের এমন রক্ত মাখা ছবি না দেয়াই ভালো,
আমরা শিশুদের এমন দেখতে চাই না।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া,
ঠিক বলেছের ভাইয়া , তবু আমরা আশাবাদী
শান্তি ফিরে আসুক পুরো বিশ্বে।
অনেক অনেক শ্রদ্ধা ওভালোবাসা ভাই।
শুভ কামনা।