ওরা কি হারিয়ে যাবে

হালিমা আক্তার ২৬ ফেব্রুয়ারি ২০২২, শনিবার, ১২:৪১:২৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

ওরা সারাদিন আশেপাশে ঘুরে। কাছে আসতে চায়। একটু আদর ভালোবাসার বড় কাঙ্গাল। আমার কাছে তখন এক চিমটি সময় থাকে না হাতে। আমার ব্যস্ততা ওদের দুরে সরিয়ে রাখে। কাজের ফাঁকে বলা হয় না ডেকে। এখন না অবসর সময় তোরা আসিস। হবে জম্পেশ গল্প আডডা। সারাদিন পর যখন অবসর মেলে। তখন কাছে ডাকি ওদের। রাতের নিরবতা নেমে আসে প্রকৃতির কোলে। আকাশের বুকে জমে উঠে চাঁদ তারার সভা। তখন আমি ও ক্লান্ত দেহটা এলিয়ে অপেক্ষা করি। শব্দের বুননে যদি দু একটা ফোড় দেয়া যায়। ঘুম পরীরা ওদের চোখে চুম্বন এঁকে দিয়েছে। অনেকটা অভিমান নিয়ে ঘুমিয়ে পড়া শব্দেরা আর উঠে না জেগে। যত্নের অভাবে শুষ্ক চারা গাছের মতো ওদের সতেজতা হারিয়ে যেতে থাকে। একদিন হয়তো এভাবেই হারিয়ে যাব।খাতার পাতা গুলো কালির আঁচড় বিহীন পড়ে রবে।

৫৫৪জন ৫১৪জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ