মোনাজাত

বোরহানুল ইসলাম লিটন ১২ জুলাই ২০২২, মঙ্গলবার, ০৬:৪২:৩৫পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

দু’ফোঁটা অশ্রু তোমারে দিলাম
হে রহিম রহমান,
ফিরাইওনা আজি শীর্ণ দু’হাত
রেখো না গো অভিমান।

কতো লোক শুয়ে আন্ধার গোরে
বুঝি বড় অসহায়,
অনুগত মেনে ঠাঁই দাও প্রভু
পবিত্র চরণায়।

দুনিয়ার পথে চলতে যা পাপ
করেছিলো ভাঁড়ে জমা,
শুধু গুনে ভরা নামের শানেই
করে দাও তুমি ক্ষমা।

সকলের হৃদে স্বর্গের সুখ
কৃপায় করো গো দান,
তুমি বিনে আর কে আছে দু’কূলে
যে বা চির সুমহান!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

১৩০১জন ১২১৭জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ