
দু’ফোঁটা অশ্রু তোমারে দিলাম
হে রহিম রহমান,
ফিরাইওনা আজি শীর্ণ দু’হাত
রেখো না গো অভিমান।
কতো লোক শুয়ে আন্ধার গোরে
বুঝি বড় অসহায়,
অনুগত মেনে ঠাঁই দাও প্রভু
পবিত্র চরণায়।
দুনিয়ার পথে চলতে যা পাপ
করেছিলো ভাঁড়ে জমা,
শুধু গুনে ভরা নামের শানেই
করে দাও তুমি ক্ষমা।
সকলের হৃদে স্বর্গের সুখ
কৃপায় করো গো দান,
তুমি বিনে আর কে আছে দু’কূলে
যে বা চির সুমহান!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৪টি মন্তব্য
হালিমা আক্তার
প্রার্থনা মূলক সুন্দর কবিতা। আল্লাহ কখনো কাউকে ফিরিয়ে দেয় না। আমরা তাঁর কাছে চাইতে পারিনা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
অন্তর থেকে ডাকলে মহান রাব্বুল আলামীন কখনোই নিরাশ করেন না তাঁর বান্দাদের। সুন্দর লিখেছেন
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তৃপ্ত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।