
মোদী কে না বলুন
মানবতার শত্রুকে না বলুন
যে বঙ্গে মুসলমান প্রধানমন্ত্রী
সে বঙ্গে একজন মুসলমান হত্যাকারী
কী করে আসতে পারে?
এক নরপশুকে না বলুন
এক নরপিচাস কে না বলুন
এক ড্রাকুলা কে না বলুন
এই বঙ্গে বঙ্গবন্ধু বলেছিল আমি বাঙ্গালী আমি মুসলামান
সেই বঙ্গে একজন মুসলামানের খুনির পক্ষে
কি করে সাফাই গাওয়া হতে পারে?
এক ভন্ড বিশ্ব সন্ত্রাসী কে না বলুন
এক পাষন্ড ইবলিশ সহচরকে না বলুন
এক জাহেলী যুগের ফেরআউনকে না বলুন
যে বঙ্গে মাওলানা ভাসানির মত মাওলানার জন্ম
সেই বঙ্গে মসজিদ ধ্বংসকারী মাওলানা আলেম হত্যাকারী
কি করে জামাই আদর পেতে পারে?
না বলুন সবােই
কথা শুধু একটাই
মোদী তোর স্থান নাই
অলী আল্লার বাংলায়।
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার —————
আতা স্বপন
ধন্যবাদ
হালিম নজরুল
মানুষ হত্যাকারী প্রত্যেককেই না বলি।
শুধু মুসলিম হত্যাকারীকেই নয়,
সকল হত্যাকারীকেই না বলি।
আতা স্বপন
ঠিক ঠিক। তবে এখন চোখের সামনে স্বজাতির হত্যা বড্ড গায়ে লাগে।
সাখিয়ারা আক্তার তন্নী
বুঝতে হবে মোদীর লেভেলটা কোন পর্যায়ের,শয়তানের তো অনেক রুপ।মুদীরে দেখলে শয়তানো লজ্জা পাবে।
ধন্যবাদ।
আতা স্বপন
ওর কোন লেভেল নাই। শয়তানেতো লেভেল আছে। ও হইলো লেভেল ছাড়া। মহা খাটাশ।
নাজমুল হুদা
মানুষের হত্যাকারী প্রশ্রয় দেওয়া ঠিক হবে না।
জনগণের প্রত্যাশা পূরণ হোক।
আতা স্বপন
ধন্যবাদ
আরজু মুক্তা
এখন সময় এসেছে না বলার
আতা স্বপন
মোদী ঠিক রাখতে গদি
করছে অনাচার
না বলার সময় এখন
হাতের কাছে যদি পাইতাম
ভেঙ্গে দিতাম ঘার
কামাল উদ্দিন
গুজরাট দাঙ্গার নায়ক চা দোকানী মোদি এখন অনেক বেশী শক্তি নিয়ে মানুষ হত্যায় মেতেছে। এমন মনবতার হত্যাকারীকে অবশ্যই না বলা উচিৎ
আতা স্বপন
জাগো মুজাহীদ মানবতাবাদী
পালাবে তবে চা ওয়ালা মোদী
মোদী কে না বলি এসো সবে
মানব জনম স্বার্থক হবে
মজলুমের পাশে এসো দাড়াই এবার
সময় এখন এ পিচাকে না বলার
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
মোদি মিয়া খেলছে খেলা
খেলছে আগুন নিয়া
সেই আগুনে জ্বলবে ভারত
মোদি যাবে পালাইয়া।
শুভ কামনা।
আতা স্বপন
ভারত জ্বলুক চাইনা
মোদী জ্বলুক চাই
ভারতের বুকে যেন তার
পরে থাকে ছাই।
সুপর্ণা ফাল্গুনী
খুনী, মানবতাবিরোধীদের না বলতে হবে সবাইকে। ধন্যবাদ ভাইয়া
আতা স্বপন
না না না
আর সইবো না
এবার হবে প্রতিরোধ
প্রতিটি প্রানের বদলা নিব
নিব চরম প্রতিশোধ
নিতাই বাবু
মোদি এবার ভারতের অযোগ্য প্রধানমন্ত্রী হিসেবে গন্য হয়েছে। সামনের বার মোদিকে অবশ্যই ভারতবাসী বয়কট করবে বলে আশা করি।
ভালো লিখেছেন স্বপন দাদা। শুভেচ্ছা-সহ শুভকামনা।
আতা স্বপন
ধন্যবাদ দাদা। আপনাকেও শুভেচ্ছা