- যাকে এখনো দেখিনি, তার ছবিটা দেখে
- স্বপ্ন গুলো বাঁধি!
- স্বপ্ন,,
- মাগো তোমায় নিয়ে স্বপ্ন দেখা
- নিত্য দিনের গান,
- গয়না পাড়ার সেই মেয়ে টার
- পিতার অবদান!
- তুমি যেমন হাসাও কাঁদাও
- খেলার সাথী হয়ে,
- তেমনি আমার সোহাগ ঝরে
- তোমার মুখটা দেখে!
- মারে তুমি ছিলে পুত্রী ধর্ম
- আলোয় ভরা ঘর,
- শূন্য টাই পুণ্য হলো
- মায়ার ভূবন!
- মারে চাওয়া পাওয়া রাইকো দূরে
- রাইকো পিতা মান,
- মাতা পিতা ধন্য হবে
- হবে সমাজ কল্যাণ!
- মাগো তোমায় নিয়ে স্বপ্ন দেখা
- নিত্যদিরে গান,
- গয়না পাড়ার সেই মেয়েটার
- পিতার অবদান!
- পরিপাটি নিয়ম নিতি
- নিতির একদণ্ড,
- শিক্ষা নিয়ে ব্যস্ত থাকো
- সমাজ তোমার ধর্ম!
- ধর্ম তোমার চলার সাথী
- কর্ম পরিচয়,
- সভ্যতা হয় যেন তোমার
- কর্ম সঞ্চয়!
৬৫৯জন
৫৬৮জন
২০টি মন্তব্য
ফয়জুল মহী
অপূর্ব শব্দ বুনন । লেখা পড়ে বিমোহিত হলাম।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ কবিবর, আনন্দিত হলে,
ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
সন্তানের মাঝে লুকিয়ে থাকে পিতার স্বপ্ন।
সঞ্জয় মালাকার
হে দাদা, পিতার সব স্বপ্ন সন্তান কে ঘিরে।
ধন্যবাদ দাদা ভালো থাকবেন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
সন্তানের জন্য এমন গভীর ভালোবাসা, আত্নার মেলবন্ধন সব বাবার সাথেই জড়িয়ে থাকে। ভালো লাগলো কবিতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি,
আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা।
রুমন আশরাফ
সন্তানের প্রতি পিতার ভালবাসা কেমন হতে পারে তা আমি খুব ভালো উপলব্ধি করতে পারি। বিশেষকরে আমরা যারা পরিবার পরিজন ছেড়ে দূরে থাকি তারা খুব ভালো বুঝি।
সঞ্জয় মালাকার
হু, ঠিক বলেছেন দাদা,
এই দূর শব্দটাই তো সন্তানের স্নেহ মমতা থেকে বঞ্চিত করে রেখেছে।
ভালো থাকবেন দাদা শুভ কামনা।
আরজু মুক্তা
ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে।
সঞ্জয় মালাকার
হু দিদি, সব পিতার অন্তরে ঘুমিয়ে আছে সন্তান।
ভালো থাকবেন সব সময় শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
“মাগো তোমায় নিয়ে স্বপ্ন দেখা
নিত্যদিরে গান,
গয়না পাড়ার সেই মেয়েটার
পিতার অবদান! “
বন্ধু তুমি কি ভুলে গেলে
মায়ের অবদান ?
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
কেমন করে ভুলবো আমি মায়ের অবদান,
মেয়ের মমতা, পিতার স্নেহ দুটোই সমান।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ভালো থাকবেনা সব সময় শুভ কামনা।
সুরাইয়া পারভীন
পিতা মাতার সমস্ত স্বপ্ন থাকে তাদের সন্তানকে ঘিরে।
ভালো লিখেছেন দাদা
ভালো থাকুক আপনার কন্যাশ্রী
সঞ্জয় মালাকার
হে দিদি, পিতা মাতার সমস্ত স্বপ্ন সন্তানকে ঘিরেই
যেন মানুষের মতো মানুষ করে তুলতে পারা।
ভালো থাকবেন দিদি শুভ কামনা।
তৌহিদ
সন্তানের মঙ্গল প্রার্থনাই পিতামাতার কাছে বড় বিষয়। ভালো থাকুক সকল সন্তানেরা। আপনিও ভালো থাকুন দাদা।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা সন্তানের মঙ্গল প্রার্থনাই পিতামাতার কাছে বড় বিষয়।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।,
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
মাহবুবুল আলম
বাহ্ চমৎকার হয়েছ!
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।